পঞ্চগড় প্রতিনিধি পঞ্চগড় সরকারি মহিলা কলেজে দেলোয়ার হোসেনকে অধ্যক্ষ হিসেবে পদায়নের সিদ্ধান্ত বাতিলের দাবিতে মানববন্ধন করেছেন কলেজটির সাধারণ শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার (৬ মে) সকাল ১০টায় কলেজ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পঞ্চগড় শহরের চৌরঙ্গী মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে তারা পঞ্চগড়-ঢাকা জাতীয় মহাসড়কে অবস্থান নিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেন। মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা অভিযোগ করেন, দেলোয়ার হোসেন অতীতে মকবুলা সরকারি কলেজে অধ্যক্ষ থাকা অবস্থায় নানা অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন। সে সময় তার বিরুদ্ধে ওঠা অভিযোগের ভিত্তিতে তাকে দিনাজপুর শিক্ষা বোর্ডে বদলি করা হয়েছিল। এমন একজন বিতর্কিত ব্যক্তিকে হঠাৎ করে পঞ্চগড় সরকারি মহিলা কলেজে প্রধান অধ্যক্ষ হিসেবে পদায়ন করায় তারা বিস্মিত ও ক্ষুব্ধ। শিক্ষার্থীরা এই সিদ্ধান্ত বাতিল করে দেলোয়ার হোসেনের পদায়ন প্রত্যাহারের জোর দাবি জানান। একই সঙ্গে তারা হুঁশিয়ারি দেন, তাদের দাবি না মানা হলে আরও কঠোর আন্দোলনের দিকে তারা যেতে বাধ্য হবেন।
প্রকাশক মোঃ রবিউল ইসলাম।
সম্পাদক : মোঃ নাইবুর রহমান [এলএল.বি (অনার্স), এলএল.এম
(ইউডা)] । বার্তা সম্পাদক : মোঃ জাকিরুল
ইসলাম [এম.এ(ইংলিশ), বি আই ইউ। বি.এড (টি টি সি)] অফিস :
২২, পশ্চিম- ধানমন্ডি, শংকর,
ঢাকা -১২০৯, বাংলাদেশ।
ইমেইল নিউজ :editor@alochitokantho.com.bd/ alochitokantho@gmail.com
ভিজিট ওয়েব সাইট : www.alochitokantho.com.bd