জনশুমারিতে তথ্য দিন, পরিকল্পিত উন্নয়নে অংশ নিন
মোঃ আরিফুল ইসলাম, খাগড়াছড়ি প্রতিনিধিঃ
জনশুমারি ও গৃহগণনা ২০২২ উপলক্ষে মাটিরাঙ্গা উপজেলার ০৫ নং বেলছড়ি ইউনিয়নের গণনাকারী ও সুপারভাইজারগণের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
জনশুমারিতে তথ্য দিন, পরিকল্পিত উন্নয়নে অংশ নিন এই প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ১৫ থেকে ২১ জুন পর্যন্ত দেশব্যাপী চলবে দেশের প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা ২০২২
শনিবার সকালে বেলছড়ি ইউনিয়ন পরিষদ হল রুমে জনশুমারি ও গৃহগণনা ২০২২ বাস্তবায়নে নির্ভুল তথ্য সংগ্রহ করার জন্য এই প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
এসময় বেলছড়ি ইউনিয়ন সুপারভাইজার মোঃ আরিফুল ইসলাম এর সঞ্চালনায়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের শুভ উদ্বোধন ঘোষণা করেন ০৫ নং বেলছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ রহমত উল্লাহ,চারদিন ব্যাপী অনুষ্ঠিত প্রশিক্ষণের প্রশিক্ষক জোনাল অফিসার, মাটিরাঙ্গা জোন -২ এইচ এম আমজাদ হোসেন।
প্রশিক্ষণে প্রধান অতিথি চেয়ারম্যান মোঃ রহমত উল্লাহ বলেন, জনশুমারি ও গৃহগণনার মাধ্যমে জাতীয় ও স্থানীয় পর্যায়ে পরিকল্পনা প্রণয়নে নিয়োজিত পরিকল্পনাবিদ, নীতিনির্ধারক, সরকারি -বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান, উন্নয়ন সহযোগী সংস্থা, এনজিও এবং সর্বোপরি জনসাধারণের ব্যাবহারের জন্য আর্থসামাজিক, জনমিতিক, শিক্ষা, স্বাস্থ্য, বানিজ্য, স্থুল জাতীয় উৎপাদন, জাতীয় আয় নিরুপণসহ বিভিন্ন ক্ষেত্রে নির্ভরযোগ্য তথ্য -উপাত্ত সংগ্রহ, সংকলন, বিশ্লেষন জনশুমারি ও গৃহগণনার সুপারভাইজার, গণনাকারীর মাধ্যমে ফুটে উঠবে তাই এই প্রশিক্ষণের মাধ্যমে সকল সুপারভাইজার, গণনাকারীদের ডিজিটাল ট্যাবের মাধ্যমে তথ্য সংগ্রহের দক্ষতা অর্জনের মাধ্যমে নিজেদের মেধার বিকাশ ঘটাতে হবে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.