কক্সবাজারে মেরিন রিসার্চ হ্যাচারির উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি
মোঃ রেজাউল করিম, কক্সবাজার।
শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সমুদ্র বিজয় সম্ভব হয়েছে। এই সমুদ্র সম্পদের টেহসই আহরণে চলছে গবেষণা, যা দেশের ব্লু ইকোনমির নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত করবে।
মন্ত্রী আজ শনিবার চট্টগ্রাম ভেটেরিনারি ও এ্যানিমেল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু)-র কক্সবাজারস্থ কোস্টাল বায়োডাইভারসিটি, মেরিন ফিশারীজ এন্ড ওয়াল্ডলাইফ রিসার্চ সেন্টার এর মেরিন রিসার্চ হ্যাচারির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। উদ্বোধন শেষে গবেষণাগার কেন্দ্র মিলনায়তনে কেন্দ্রের গবেষক, কর্মকর্তা ও শিক্ষার্থীদের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শিক্ষা মন্ত্রী ডা: দীপু মনি।
মন্ত্রী বলেন, বৈশ্বিক পরিবর্তনের কারণে মানসম্পন্ন জনসম্পদ তৈরীতে প্রযুক্তি ও দক্ষতা নির্ভর শিক্ষাব্যবস্থা বাস্তবায়নে কাজ করছে সরকার।
সিভাসু-র ফিশারীজ অনুষদের ডীন প্রফেসর ডক্টর মোহাম্মদ নুরুল আবছার খানের সভাপতিত্বে এতে সিভাসু-র উপাচার্য প্রফেসর ডক্টর গৌতম বুদ্ধ দাশ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাইমুম সরওয়ার কমল, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো আবু বক্কর সিদ্দিক বক্তব্য রাখেন।
এ সময় জেলা প্রশাসক মো: মামুনুর রশীদ, পুলিশ সুপার মো: হাসানুজ্জামান, সদর উপজেলা চেয়ারম্যান কায়সারুল হক জুয়েল, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক মুজিবুল ইসলাম, স্বেচ্ছাসেবকলীগ জেলা সভাপতি মোঃ রহিম উদ্দীন, যুবলীগ সভাপতি সোহেল আহমদ বাহাদুর, পদস্থ সরকারি কর্মকর্তা, আওয়ামীলীগ নেতৃবৃন্দসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.