তাহিরপুরে ৪ টি ডায়গনষ্টিক সেন্টার ও দুটি ফার্মেসিকে ১ লক্ষ ৩০ হাজার টাকা জরিমানা।
তাহিরপুর সুনামগঞ্জ প্রতিনিধি।
সুনামগঞ্জের তাহিরপুরে লাইসেন্স নবায়ন ও অনুমোদন না থাকায় ৪টি ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। দুটি ফার্মেসীর বিভিন্ন অনিয়ম থাকায় জরিমানা করা হযেছে,সেই সঙ্গে ৪টি ডায়াগনস্টিক সেন্টার কে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করার পাশাপাশি ফার্মেসী দুটি কে১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (৪ জুন) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলা নিবার্হী অফিসার মো. রায়হান কবিরের নেতৃত্বে তাহিরপুর সদর, লাউড়েরগর বাজার, বাদাঘাট বাজারের ডায়াগনস্টিক সেন্টারগুলোতে এ অভিযান চালানো হয়। অভিযানে লাইসেন্স নবায়ন ও অনুমোদন না থাকায় বাদাঘাট বাজারে বাদাঘাট পপুলার ডায়াগনস্টিক সেন্টার এন্ড ডক্টরস চেম্বার, লাইফ কেয়ার মেডিকেল সার্ভিসেস এবং তাহিরপুর সদরের হাসপাতাল রোডের ন্যাশনাল ডায়াগনস্টিক সেন্টার ও মেডিপ্লাস ডায়াগনস্টিক স্টোরের কার্যক্রম সাময়িক ভাবে বন্ধ করে দেয়া হয়। অভিযানের সময় উপস্থিত ছিলেন, তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মির্জা রিয়াদ হাসান, ডা. ফয়েজ আহমদ , আবাসিক মেডিকেল অফিসার ডা. শফিকুল ইসলাম প্রমুখ।
তাহিরপুর উপজেলা নিবার্হী অফিসার মো. রায়হান কবির জানান, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনার প্রেক্ষিতে এ উপজেলার ৪টি ডায়াগনস্টিক সেন্টারের নবায়ন ও অনুমোধন না থাকায় সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়েছে এবং এক লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে তার সাথে দুটি ফার্মেসীর অনিয়ম থাকায় তাদেরকেও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে, জনস্বার্থে এমন অভিযান চলমান থাকবে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.