জান্নাতুল ফেরদৌস, জেলা প্রতিনিধি কুষ্টিয়াঃ
কুষ্টিয়ার দৌলতপুরে উপজেলার প্রাগপুর ইউনিয়নের জামালপুর গ্রামের রাস্তাটি দীর্ঘদিন সংস্কারের অভাবে বেহাল অবস্থা, জনসাধারণের দুর্ভোগ চরম আকার ধারণ করছে। রাস্তাটি পাঁকা হলেও রাস্তার বৃষ্টি হলে মাঝখানে পানি জমে থাকে, এতে কাঁদা হয়ে যায়। যার ফলে চলাচলার জন্য চরম দূভোর্গে পোহাতে হচ্ছে গ্রামবাসীর।
সরেজমিনে দেখা যায়, জামালপুরের রাস্তার মাঝখানে দিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীরা ও সাধারণ জনগণ অত্যন্ত ঝুঁকি নিয়ে মহিষকুন্ডি যাতায়াত করছেন। মাসেম বিশ্বাস বাড়ি থেকে সজল ট্রেডার্স পর্যন্ত প্রায় ১০০ কিলোমিটার রাস্তাটির এই বেহাল দশা।
স্থানীয় লোক জাহাঙ্গীর বিশ্বাস জানান, সংস্কারের অভাবে রাস্তাটি দীর্ঘদিন ধরে অচলাবস্থা সৃষ্টি হয়েছে। এলাকাবাসী বলেন যে, দ্রুত রাস্তাটি সংস্কার করে চলাচলের উপযোগী করে দিলে আমরা উপজেলা প্রশাসের কাছে কৃতজ্ঞ থাকবো।
প্রাগপুর ইউ.পি চেয়ারম্যান মোঃ আশরাফুজ্জামান মুকুল সরকার বলেন, রাস্তাটি সংস্কারের জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। আর আমার এলাকাবাসীর সীমাহীন দুর্ভোগ থেকে লাঘব হবে।।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2025 আলোচিত কণ্ঠ. All rights reserved.