কুড়িগ্রাম সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে ধরলা আশ্রয়ণ প্রকল্পে গাছের চারা রোপন
সাইফুর রহমান শামীম,,কুড়িগ্রাম :
কুড়িগ্রামের ধরলা নদীর তীরবর্তীতে গড়ে ওঠা ধরলা আশ্রয়ণ প্রকল্প এলাকায় সহস্রাধিক গাছের চারা রোপণ করা হয়েছে। সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে রবিবার দুপুরে এই কার্যক্রমের উদ্বোধন করেন ইউএনও মোঃ রাসেদুল হাসান।
এ সময় অন্যান্যর মধ্য উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জহুরুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খন্দকার ফিজানুর রহমান, সচেতন নাগরিক কমিটি সনাক সভাপতি রওশন আরা বেগম, ফ্রেন্ডশীপ কুড়িগ্রামের আঞ্চলিক ব্যবস্থাপক একএম সাখাওয়াত হোসেন, কৃষিবিদ শাহানাজ নাজু প্রমূখ।
উদ্যোক্তারা জানান, কুড়িগ্রামের অন্যতম এই ধরলা আশ্রয়ন প্রকল্প এলাকায় ১৩০টি পরিবার একত্রে বসবাস করছেন। তাদের বাড়ির আঙিনা এবং দুইটি পুকুর পাড়ের আশ্রয়ন এলাকায় সুপারি, আম এবং নারিকল গাছের সহস্রাধিক চারা রোপণ করা হয়েছে। যাতে এই গাছের সুফল আশ্রয়ণের বাসিন্দা ও পরবর্ত প্রজন্ম ভোগ করতে পারে। সেই সাথে পরিবেশের ভারসাম্য রক্ষা হবে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.