ঈদগাঁওতে পরিবেশ আন্দোলনের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন
মোঃ রেজাউল করিম ঈদগাঁও, কক্সবাজার।
ঈদগাঁও খালসহ এলাকার নদ, নদী, ছড়া ও খালের দখল ও দূষণ রোধ করতে হবে। সামগ্রিক পরিবেশ রক্ষায় পরিবেশবাদীদের এগিয়ে আসতে হবে। পরিবেশের ভারসাম্য রক্ষা করতে না পারলে প্রকৃতি আমাদের উপর প্রতিশোধ নেবে। নির্বিচারে বনাঞ্চল উজাড় বন্ধ করা না গেলে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করা যাবে না। পরিবেশ ও প্রতিবেশ সংরক্ষণে সরকারি-বেসরকারি ও নাগরিক সমাজকে সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে হবে। প্রাকৃতিক বনাঞ্চল, নদ-নদী ও জীববৈচিত্র্য রক্ষা পেলে অনুকূল পরিবেশ ফিরিয়ে আসবে। নদ, নদী ও খালের উপযুক্ত ড্রেজিংয়ের মাধ্যমে পানির চলাচল স্বাভাবিক করলে বন্যা ও অন্য দুর্যোগ থেকে রক্ষা পাওয়া যাবে। ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ঈদগাঁওতে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন স্থানীয় পরিবেশবাদীরা। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ঈদগাঁও উপজেলা শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে। এবার বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য বিষয় ছিল- 'একটাই পৃথিবীঃ প্রকৃতির ঐকতানে টেকসই জীবন'।
ঈদগাঁও উপজেলা বাপা আয়োজিত আলোচনার সভার ছিল-ঈদগাঁও খাল সহ এলাকার অন্য নদ, নদী, ছড়া ও খালের দখল ও দূষণ রোধ করতে হবে'। বাজারের পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আয়োজিত পরিবেশ বিষয়ক এ সচেতনতা সভায় সভাপতিত্ব করেন ও সমাপনী
বক্তব্য দেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন- বাপা ঈদগাঁও উপজেলা শাখার সভাপতি, সিনিয়র সাংবাদিক মোঃ রেজাউল করিম। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাপা ঈদগাঁও উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদের যুগ্ম সম্পাদক হাসান তারেক। এলাকার সামগ্রিক পরিবেশ নিয়ে বক্তব্য দেন ঈদগাঁওর সিনিয়র সাংবাদিক ও বাপা নেতা শেফাইল উদ্দিন, প্রাথমিক শিক্ষক সমিতি ঈদগাঁও উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক আতা উল্লাহ বুখারী, ঈদগাঁও অনলাইন নিউজ পোর্টাল মালিক ও সম্পাদক পরিষদের সদস্য সায়মন সরওয়ার কায়েম। উপস্থিত ছিলেন ঈদগাঁও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি ও পরিবেশ আন্দোলনের সদস্য শাহাবুদ্দিন, জালালাবাদ ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি শামসুল আলম, জেলার অন্যতম মানবাধিকার নেত্রী রাবেয়া খানম, সুশাসনের জন্য নাগরিক- সুজনের ঈদগাঁও উপজেলার সদস্য রাশেদুল আমিন চৌধুরী। পরিবেশ আন্দোলনের স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ডাক্তার ওসমান গনি ইলি, নুরুল হুদা, আবু ছালেহ, আলহাজ্ব জাফর আলম, নাসির উদ্দিন আলপনা, বাংলাদেশ প্রেসক্লাবের জেলা শাখার নেতা নাসির উদ্দিন পিন্টু, এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি ওসমান গনি ইলি, সাংবাদিক কাউছার উদ্দিন শরীফ, আওয়ামী লীগ নেতা সৈয়দ আহমদ, হামিদুল ইসলাম, এহেসানুল হক, মোহাম্মদ হাসান, নুরুল আবছার সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বাপার ঈদগাঁও উপজেলার অন্য নেতৃবৃন্দ।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.