শিবগঞ্জে মসজিদ নিয়ে দ্বন্দ্বে তিনজন আটক
চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতাঃ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একটি জামে মসজিদের কমিটি ও ইমামকে কেন্দ্র করেন বাঙালী-দিয়াড় গ্রুপের মধ্যে মারপিটের অভিযোগে দুই ইউপি সদস্যসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন শিবগঞ্জ উপজেলার দাইপুখুরিয়া ইউপির ৫নং ওয়ার্ড সদস্য মাইনুল ইসলাম (৪০), ৭নং ওয়ার্ড সদস্য ওয়াহেদুল ইসলাম (৩৯) ও সাহারী বাটা গ্রামের মৃত মহিরুদ্দিনের ছেলে শফিকুল ইসলাম মাস্টার (৪৯)। রোববার দুপুরে আটকদের চাঁপাইনবাবগঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে।
স্থানীয়রা জানায়, উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের বাটাগ্রাম জামে মসজিদের কমিটি ও ইমামকে কেন্দ্র করে স্থানীয় বাঙালী-দিয়াড় গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। ৪১ বছর ধরে ওই জামে মসজিদের কমিটি গঠন না হলেও টাকা-পয়সা উত্তোলন করতো সাহারীবাটা গ্রামের মৃত মহিরুদ্দিনের ছেলে শফিকুল মাস্টার। তবে মসজিদের হিসাব-নিকাশ প্রকাশ করতেন না তিনি।
এদিকে ইমামের বেতনও দিয়ে আসছিল না দিয়াড়রা গ্রুপ। এরই জেরে শনিবার দুপুরে মারপিটে জড়িয়ে পড়ে বাঙালী-দিয়াড় গ্রুপ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ইউপি সদস্য মাইনুল, ওয়াহেদুল ও শফিকুলকে আটক করে।
শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ জানান, মারামারির ঘটনায় পুলিশ বাদি হয়ে থানায় মামলা দায়ের হয়েছে। সেই মামলায় আটকদের গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.