ভবিষ্যতের পথে ভোলা জেলা গণগ্রন্থাগার: জ্ঞানের আলোয় নতুন অভিযাত্রা -- মোঃ মহিউদ্দিন একটি গ্রন্থাগার কেবল বইয়ের গুদাম নয়—এটি একটি সভ্যতার স্মারক, একটি জাতির চেতনার বাতিঘর। এমন একটি স্বপ্নের আলো নিয়েই আজ নতুন রূপে জেগে উঠছে ভোলা জেলা সরকারি গণগ্রন্থাগার। আধুনিকতার ছোঁয়ায়, প্রযুক্তির ছায়ায় এবং মানুষের প্রাণান্ত প্রচেষ্টায় রূপ নিচ্ছে এই প্রতিষ্ঠানটি ভবিষ্যতের এক জ্ঞানমন্দিরে। লাইব্রেরিয়ান মোঃ সবুজ খান এর এক ব্যতিক্রমধর্মী ও সময়োপযোগী উদ্যোগে দিন দিন রূপান্তর ঘটছে এই গ্রন্থাগারের অবয়বে ও অন্তরে। যেখানে আগে শুধু বইয়ের তাক, সেখানে এখন জ্ঞানপ্রবাহের ডিজিটাল স্রোত। ভোলা লেখক কর্নার: স্থানীয় সাহিত্যিকদের গর্বের স্থান--- ভোলার মাটি যাদের সাহিত্যচর্চায় সমৃদ্ধ হয়েছে, সেই সব লেখকদের প্রতি শ্রদ্ধা নিবেদনের এক অনন্য প্রয়াস—“ভোলা কর্নার”। এখানে স্থান পাচ্ছে ভোলার স্থানীয় লেখকদের স্বরচিত বই, যা পাঠকদের দেবে আপন অঞ্চলের ভাষা, জীবন ও কল্পনার ঘ্রাণ। এখন আর শুধুই রাজধানীমুখী হতে হবে না—ভোলা নিজেই হয়ে উঠছে সাহিত্যচর্চার একটি কেন্দ্র। ডিজিটাল লাইব্রেরি: পাঠের নতুন যাত্রা---- সময় এখন প্রযুক্তির। সেই প্রযুক্তিকে ব্যবহার করে ভোলা জেলা গণগ্রন্থাগার এনেছে এক যুগান্তকারী পরিবর্তন। বই এখন শুধু তাকেই বন্দি নয়—অ্যান্ড্রয়েড ফোনেই খুলে যাচ্ছে পাণ্ডুলিপির পৃষ্ঠা। পাঠকরা সহজেই "Amar Library" অ্যাপটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে পড়তে পারবেন স্বরচিত সাহিত্য, গবেষণা কিংবা রোমাঞ্চের গল্প। বিষয়ভিত্তিক বিভাগে সাজানো বইগুলো খুঁজে নেওয়া যাবে সহজেই—ঠিক যেন এক ক্লিকে খোলা জ্ঞানের দিগন্ত। লেখকদের প্রতি আহ্বান--- ভোলা জেলার যেসব লেখকগণ এখনো তাদের স্বরচিত বই ভোলা লেখক কর্নার-এ জমা দেননি, তাদের প্রতি এক আন্তরিক অনুরোধ—এই গৌরবময় অংশীদারত্বে আপনারাও যুক্ত হোন। আপনার লেখা বই যেন ঘরে বসে একজন কিশোরী পাঠ করতে পারে, যিনি হতে পারেন আগামী দিনের লেখক বা গবেষক—এটাই তো লেখার চরম প্রাপ্তি। ভবিষ্যতের দিকে সম্মিলিত যাত্রা--- সময়ের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে আমাদের এই গণগ্রন্থাগার। আধুনিক অবকাঠামো, প্রযুক্তিনির্ভর সেবা ও জ্ঞানের অফুরন্ত ভাণ্ডার মিলিয়ে গড়ে উঠছে এক নতুন দিনের আশ্রয়স্থল। পাঠকসেবার নতুন দিগন্তে, নিরলস প্রয়াসে আমরা এগিয়ে চলেছি—নির্মাণ করছি এক আলোকিত ভোলা, যেখানে জ্ঞান হোক সকলের জন্য সহজলভ্য, আর সেবায় থাকুক সবসময় নতুনত্ব ও উদ্ভাবন। লেখক # কবি, সাহিত্যিক, প্রফেসর
প্রকাশক মোঃ রবিউল ইসলাম।
সম্পাদক : মোঃ নাইবুর রহমান [এলএল.বি (অনার্স), এলএল.এম
(ইউডা)] । বার্তা সম্পাদক : মোঃ জাকিরুল
ইসলাম [এম.এ(ইংলিশ), বি আই ইউ। বি.এড (টি টি সি)] অফিস :
২২, পশ্চিম- ধানমন্ডি, শংকর,
ঢাকা -১২০৯, বাংলাদেশ।
ইমেইল নিউজ :editor@alochitokantho.com.bd/ alochitokantho@gmail.com
ভিজিট ওয়েব সাইট : www.alochitokantho.com.bd