মন্ত্রীর বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় যুবক আটক
মোঃ সাজ উদ্দিন সাজু, সিলেট প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপিকে নিয়ে কটুক্তি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দেওয়ায় যুবক আটক করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ৷
৯ জুন সকালে জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউপি'র করগ্রামের বাসিন্দা ইসলাম উদ্দিনের ছেলে মনির আহমদ (৩৮) তার নিজ ফেইসবুক আইডি হতে সিলেট-৪ আসন হতে ৬ বারের নির্বাচিত সংসদ সদস্য বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এর ছবি ব্যবহার করে কটুক্তি করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে স্ট্যাটাস দেয় এবং শতাধিক ব্যক্তিকে ট্যাগ করে৷ মূহুর্তের মধ্যে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে৷
এই ঘটনায় উপজেলা ছাত্রলীগ নেতা উপজেলার বিড়াখাই গ্রামের মৃত হোসেন হায়দার এর ছেলে সাব্বির আহমদ রানা (২৬) বাদী হয়ে জৈন্তাপুর মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করে৷ এদিকে মামলা দায়েরের পর জৈন্তাপুর মডেল থানা পুলিশের একটি টিম সিলেট শহরের সোবহানিঘাট এলাকায় হতে গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান পরিচালনা করে দরবস্ত ইউপি'র করগ্রামের বাসিন্দা ইসলাম উদ্দিনের ছেলে মনির আহমদ (৩৮) আটক করেন৷
মামলার বাদী সাব্বির আহমদ রানা বলেন, প্রবাসী কল্যাণ মন্ত্রীর নিজস্ব জায়গায় শত শত মানুষ বসবাস, ব্যবসা বাণিজ্য পরিচালনা করে তাদের জীবিকা নির্বাহ করে আসছে৷ এছাড়া মন্ত্রী মহোদয় জমিতে স্কুল কলেজ মাদ্রাসা খেলার মাঠ তৈরী করে যাচ্ছেন৷ কিন্তু সিলেট-৪ আসনের সংসদ সদস্য সরকারের মন্ত্রী কাউকে নির্যাতন করেন নি৷ মনির একটি গোষ্ঠির মদদে সে মন্ত্রীর দীর্ঘদিনের সম্মান অর্জন নষ্ট করতে অপচেষ্টা চালাচ্ছে৷ তাকে আইনের আওতায় নিয়ে আসতে মামলা দায়ের করি৷
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ বলেন, ছাত্রলীগ নেতার দায়ের করা মামলায় সিলেট শহর হতে মনিরকে আটক করা হয়েছে৷ ১০জুন শুক্রবার সকাল ১১টায় মনিরকে বিশেষ আদালতের মাধ্যমে হাজতে প্রেরণ করা হয়৷
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.