নিজস্ব প্রতিবেদক (ভোলা): ভোলায় গত ৪/৫/২৫ ইং রোজ রবিবার বাস-সিএনজি শ্রমিকদের মধ্যে সংঘর্ষ হয়। পরবর্তীতে গত ৬/৫/২৫ ইং রোজ মঙ্গলবার জেলা প্রশাসক কার্যালয় বাস -সিএনজি শ্রমিকদের সঙ্গে মিটিং করেন ভোলার জেলা প্রশাসক । উক্ত মিটিং এ সিদ্ধান্ত হয় সিএনজি ৩ জন যাত্রী নিয়ে চলাচল করতে হবে। এবং ভোলার তালুকদারহাট থেকে ইলিশা পর্যন্ত সিএনজি চলাচল করতে পারবে না। এবং বাস ৩২সিটে ৩২জন যাত্রী নিয়ে চলাচল করতে হবে। অতিরিক্ত যাত্রী নিয়ে বাস চলাচল করতে পারবে না। প্রেক্ষাপটে আজ ৯/৫/২৫ ইং রোজ শুক্রবার সকাল ১০ঘটিকাল সময় ভোলার বোরহানউদ্দিন উপজেলার কুঞ্জেরহাট বাজারে বোরহানউদ্দিন উপজেলার সিএনজি মালিক শ্রমিক সম্মিলিত পরিষদ এর পক্ষ থেকে মানববন্ধন করা হয়। উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন, বোরহানউদ্দিন উপজেলার সিএনজি মালিক শ্রমিক সম্মিলিত পরিষদ সভাপতি মোঃ ভুট্টু এবং সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর বাশার, কাচিয়া ইউনিয়ন শ্রমিকদল এর সভাপতি মোঃ শাফিজল হক মাতাব্বর সহ সিএনজি মালিক ও শ্রমিকগন ।এ বিষয়ে বোরহানউদ্দিন উপজেলার সিএনজি মালিক শ্রমিক সম্মিলিত পরিষদ সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন,আমরা সিএনজিতে ৩ জন নিয়ে যাত্রী নিয়ে চলাচল করলে আপনাদের যেই পরিমাণ খরচ হয় সেই পরিমাণে ৩জন যাত্রীর কাছ থেকে টাকা নেওয়া সম্ভব নয়। তাই জেলা প্রশাসকের কাছে আকুল আবেদন আমাদের যেন ৫ জন যাত্রী নিয়ে চলাচল করতে দেয় এবং ভোলা তালুকদার হাট থেকে ইলিশা পর্যন্ত যেই ৫ কিলোমিটার রাস্তা রয়েছে সেই রাস্তায় চলাচল করা জন্য অনুমতি দেয়। এবিষয়ে কাচিয়া ইউনিয়ন শ্রমিকদল সভাপতি মোঃ শাফিজল হক মাতাব্বর বলেন, আমরা আগে কুঞ্জেরহাট থেকে ভোলায় যেতে সিএনজি ভাড়া দিতাম ১০০ টাকা এখন যদি সিএনজি তিনজন যাত্রী নিয়ে ভোলায় যায় তাহলে আমাদের ভাড়া দিতে হবে দ্বিগুন টাকা । তাই জেলা প্রশাসক কাছে আবেদন আমরা যেন স্বল্প টাকায় ভোলায় যেতে পারি তাই সিএনজি ৫ জন যাত্রী নিয়ে ভোলা যেতে পারে সেই ব্যবস্থা করে দেয়।
প্রকাশক মোঃ রবিউল ইসলাম।
সম্পাদক : মোঃ নাইবুর রহমান [এলএল.বি (অনার্স), এলএল.এম
(ইউডা)] । বার্তা সম্পাদক : মোঃ জাকিরুল
ইসলাম [এম.এ(ইংলিশ), বি আই ইউ। বি.এড (টি টি সি)] অফিস :
২২, পশ্চিম- ধানমন্ডি, শংকর,
ঢাকা -১২০৯, বাংলাদেশ।
ইমেইল নিউজ :editor@alochitokantho.com.bd/ alochitokantho@gmail.com
ভিজিট ওয়েব সাইট : www.alochitokantho.com.bd