চাঁপাইনবাবগঞ্জে কৃষি অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা
মুসা মিয়া চাঁপাইনবাবগঞ্জ
আমের রাজধানী খ্যাত চাঁপাইনবাবগঞ্জে শনিবার সকাল ১১টায় স্থানীয় টাউন
ক্লাব হলরুমে ফজলী আমের জিআই সনদের স্বত্ব প্রাপ্তিতে জেলাবাসী সাথে
মতবিনিময় করেছে স্থানীয় কৃষি অ্যাসোসিয়েশন।
কৃষি অ্যাসোসিয়েশনের আয়োজিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন,
চাঁপাইনবাবগঞ্জ-১(শিবগঞ্জ) আসনের সাংসদ ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, অ্যাসোসিয়েশনের সভাপতি আবু বাক্কার সিদ্দিক, সাধারণ সম্পাদক মুঞ্জের আলোম, সাংবাদিক শামসুল ইসলাম টুকু, চাঁপাইনবাবগঞ্জ ম্যাংগো
ফাউন্ডেশনের সদস্য সচিব আহসান হাবিব প্রমুখ।
এ সময় সাংসদ ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, বলেন শুধু আম নয়; জেলার
অন্যান্য ঐতিহ্য যেমন, লাক্ষা, রেশম ও কাঁসা-পিতল চাঁপাইনবাবগঞ্জের ভৌগোলিক
নির্দেশক জিআই পণ্য হিসাবে আমাদের দাবী তুলতে হবে। এতে কৃষি সংশ্লিষ্ট
সংগঠনগুলোর বড় ধরনের ভুমিকা রাখতে হবে। খুব দ্রুত সময়ের মধ্যে চাঁপাইনবাবগঞ্জে একটি আম চত্বর স্থাপন করা বলে জানান তিনি।
চাঁপাইনবাবগঞ্জ কৃষি অ্যাসোসিশনের সাধারণ সম্পাদক মুঞ্জের আলোম বলেন, আমের সাথে চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্য বহন করে এমন পণ্য জিআই পণ্য হিসাবে অন্তর্ভুক্তি করার জন্য কাজ করবে কৃষি অ্যাসোসিয়েশন।
এ সময় চাঁপাইনবাবগঞ্জকে আমের রাজধানী হিসাবে স্বীকৃতি,ও কৃষি
কাজে ব্যবহারিত বিদ্যুৎ-এর জন্য কৃষি মিটারসহ ছয় দফা দাবি জানান বক্তারা।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.