চাঁপাইনবাবগঞ্জে র্যাবের হাতে গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার
মুসা মিয়া চাঁপাইনবাবগঞ্জঃ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার মনাকষা ছয়ঘরিয়া গ্রামের মৃত সেরাজুল ইসলাম, ও মোছাঃ ফেরজান বেগম, এর ছেলে মোঃ আনিকুল (২৩)কে ২ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প, র্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল।
র্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তি থেকে জানাযায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন ১৫নং নয়ালাভাঙ্গা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের কমলাকান্তপুর গ্রামস্থ জনৈক নিয়াজ উদ্দিন দারোগার আম বাগানের পশ্চিম পাশে কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানী উপ অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম এর নেতৃত্বে
সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প, র্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল অদ্য ১০ জুন ২০২২ ইং তারিখ ১৬:০০ ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে,
একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ২ কেজি ৭০০ গ্রাম গাঁজা ১ টি মোবাইল ১ টি সীমকার্ড ১টি মেমোরী কার্ড সহ মোঃ আনিকুল (২৩)কে গেপ্তার করে র্যাব। জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ অভিনব কায়দায় জব্দকৃত আলামত গাঁজা অবৈধভাবে সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে তার নিজ হেফাজতে রাখেছিল বলে স্বীকার করেছে।এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জ থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন ।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.