ধুনটে ইজিবাইক উল্টে গিয়ে ৮০ বছরের বৃদ্ধ আমেনা বেওয়া নিহত !!
মাসুম বিল্লাহ ,বগুড়া জেলা প্রতিনিধিঃ
বগুড়ার ধুনটে ইজিবাইক উল্টে গিয়ে আমেনা বেওয়া (৮০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। নিহত ব্যক্তি হলেন উপজেলার নিমগাছি ইউনিয়নের ধামাচামা গ্রামের মৃত আব্দুল সরকারের স্ত্রী। শুক্রবার (১০ই জুন) বিকাল সাড়ে ৫ টার দিকে উপজেলা ১নং নিমগাছি ইউনিয়নের শিয়ালী গ্রামের বড়ইতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০০ গজ পশ্চিম দিকে ইজিবাইক চালক নিয়ন্ত্রণ হারিয়ে খাতের মধ্যে ফেলে দেয়।
স্থানীয়রা জানায়, শুক্রবার বিকাল সাড়ে ৫টার সময় চাপড়া বাজার থেকে ৪ জুন যাত্রী ইজিবাইকে নিয়ে সোনাহাটা বাজারে যাচ্ছিলেন এমত অবস্থায় বড়াইতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০০গজ পশ্চিম দিকে মোড়ে ইজিবাইক চলাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে ফেলে দেয়। এতে ইজিবাইক চালকসহ আরও ৪জন আহত হন, তাদের মধ্যে আমেনা বেওয়া অতি গুরুত্বপূর্ণ হয় উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য তাহাকে ভর্তি করানো হয়। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত্রি অনুমান ১১টার সময় আমেনা বেওয়া মৃত্যুবরণ করেন ।
নিমগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোছাঃ সোনিতা নাসরিন রিপন বলেন, গত শুক্রবার বিকাল অনুমান সাড়ে ৫টার দিকে শিয়ালী মধ্যে পাড়া রাস্তার মোড়ে ইজিবাইক উল্টে গিয়ে আমেনা বেওয়া নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। নিহত ব্যক্তির পরিবারের কোনো অভিযোগ না থাকায় তাকে পারিবারিক কবরস্থানে শনিবার বিকালে দাফন করা হয়।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.