বানারীপাড়ায় প্রধানমন্ত্রীর কারামুক্তি
দিবসে আওয়ামী লীগের আলোচনা সভা
জাকির হোসেন, বরিশাল প্রতিনিধি॥
বরিশালের বানারীপাড়ায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কারামুক্তি দিবসে আলোচনাসভা ও দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১১ জুন শনিবার বিকালে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম সালেহ মঞ্জু মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বরিশাল জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও বানারীপাড়া পৌর মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা,পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু,উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক অধ্যাপক জাকির হোসেন,উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক মু.মুন্তাকিম লস্কর কায়েস,ছাত্রলীগ নেতা মনির হোসেন প্রমুখ। পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাহাদ সুমনের সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এটিএম মোস্তফা সরদার,সলিয়াবাকপুর ইউপি চেয়ারম্যান মাষ্টার সিদ্দিকুর রহমান,সৈয়দকাঠি ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন মৃধা,উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক জাহিদ হোসেন জুয়েল,বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মাষ্টার রুহুল আমিন,ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক অ্যাডভোকেট আতিকুর রহমান জুয়েল,সদস্য সৈয়দ হুমায়ুন কবির লুলু,আওয়ামী লীগ নেতা শামসুল আলম মল্লিক,ফারুকুজ্জামান,উপজেলা শ্রমিক লীগের সভাপতি শাহজাহান হাওলাদার,সম্পাদক মীর সুলতান হোসেন,উপজেলা স্বেচ্ছাসেবকলীগের দুই অংশের সাধারণ সম্পাদক কামরুল হাসান সেলিম ও সুলতান হোসেন সিকদার,মহিলা আওয়ামী লীগ নেত্রী নাজনিন হক মিনু,উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক সুমম রায় সুমন,পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মাষ্টার হায়দার আলী,ক্রীড়া সম্পাদক রিপন বনিক,পৌর শ্রমিকলীগের সভাপতি আবুল কালাম,যুবলীগ নেতা মশিউর রহমান সুমন,ছাত্রলীগ নেতা ফজলে রাব্বী,পৌর ছাত্রলীগের সভাপতি রুহুল আমিন রাসেল মাল,পৌর স্বেচ্ছাসেবকলীগ সম্পাদক ফয়েজ আহম্মেদ শাওন প্রমুখ। আলোচনা শেষে ১৯৭৫ সালের ১৫ আগষ্ট কালরাতে ঘাতকের বুলেটে সপরিবারে নির্মমভাবে শাহাদাৎবরণকারী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফেরাত ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.