ভালুকায় ৭৫ হাজার ডিম লুটের ঘটনায় ৬ ডাকাত আটক
আসাাদুজ্জামাল জামাল, ভালুকা প্রতিনিধিঃ ভালুকায় ৭৫ হাজার ডিম লুটের ঘটনায় ছয় ডাকাতকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (১১ জুন) বিকালে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
•গ্রেফতাররা হলেন- ভালুকার ভরাডোবা এলাকার খোরশেদ হোসেন জুয়েল (৩৯), একই এলাকার সুমন মিয়া (২০), আব্দুস সামাদ (৩১), ত্রিশালের গোপালপুর এলাকার আবু রায়হান (২২), গুজিয়াম গ্রামের এনামুল হক প্রভাত (২৩) ও অলহরি গ্রামের সোহাগ আলী (৩০)।
•এর আগে শুক্রবার (১০ জুন) ময়মনসিংহ ও গাজীপুর জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
•সফিকুল ইসলাম বলেন, ২৯ মে দ্বিবাগত রাতে পিকআপে করে ৭৫ হাজার ডিম নিয়ে যাচ্ছিলেন এক ব্যবসায়ী। পথে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকার ভরাডোবা এলাকায় পৌঁছালে পূর্ব থেকে ওৎ পেতে থাকা ডাকাতদল পিকআপ থামিয়ে চালক-হেলপারকে অন্য গাড়িতে তুলে নেন। পরে সাইনবোর্ড এলাকায় গিয়ে পিকআপ থেকে সব ডিম নামিয়ে পিকআপসহ তাদের রাস্তার পাশে ফেলে যায়।
•পরদিন ওই ব্যবসায়ী মামলা দিলে পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ডাকাতির কাজে ব্যবহৃত প্রাইভেটকার ও ডিম বিক্রির এক লাখ ১২ হাজার টাকাসহ তাদের গ্রেফতার করে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.