কানাইঘাটে মহানবী (সাঃ) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল-সমাবেশ
মিজানুর রহমান (লাভলু) কানাইঘাট প্রতিনিধি :
ভারতের ক্ষমতাসীনদল বিজেপির মুখপাত্র নুপুর শর্ম্মা ও গণমাধ্যম প্রধান নবীন কুমার জিন্দাল কর্তৃক মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-কে নিয়ে চরম কটুক্তি ও চরিত্র হনন নিয়ে অশালীন মন্তব্যের প্রতিবাদে কানাইঘাটে বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ জুন) বিকেল ২টায় জমিয়তে উলামা বাংলাদেশ কানাইঘাট শাখার উদ্যোগে দারুল উলূম মাদ্রাসা মাঠ থেকে সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী ও শত শত কওমি মাদ্রাসার ছাত্র, শিক্ষকসহ সর্বস্তরের কয়েক হাজার মানুষের অংশ গ্রহনে একটি বিক্ষোভ মিছিল বের হয়।
মিছিল টি পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে উত্তর বাজারে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
সংগঠনের কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা আল্লামা মুহাম্মদ বিন ইদ্রিস শায়খে লক্ষীপুরীর সভাপতিত্বে সংগঠনের কানাইঘাট উপজেলা শাখার সাধারণ সম্পাদক ক্বারী মাওলানা হারুন রশিদ চতুলীর সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জমিয়তে উলামার কেন্দ্রীয় আমীর আলিমুদ্দীন দূলর্ভপুরী বলেন, ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র নুপুর শর্মা মহানবী (সাঃ) ও তার সহধর্মীনি আয়শা সিদ্দীকা (রা.) কে নিয়ে যে কটুক্তি করেছে তা ক্ষমার অযোগ্য অপরাধ এজন্য তাকে আইনের আওতায় এনে কটোর শাস্তি প্রদান করতে হবে। মহানবীকে নিয়ে কোন ধরনের কুরুচিপূর্ণ বিশ্বের মুসলমানরা বরদাস্ত করবে না। তিনি অবিলম্বে নুপুর শর্মার ও নবীন কুমার জিন্দালকে গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তির আওতায় আনার জন্য ভারত সরকারের প্রতি জোর দাবী জানান। সেই সাথে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে মহান সংসদে নিন্দা প্রস্তাব পাশের পাশাপাশি যাতে করে ভবিষ্যতে কেউ মহানবী (সাঃ)-কে অবমাননা করতে না পারে এজন্য আইন প্রণয়নের দাবী জানান। সেই সাথে প্রতিবাদ সমাবেশ থেকে এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে আলিম উল্লামাদেরকে নিয়ে কটুক্তিকারী কানাইঘাট সড়কের বাজার এলাকার বাসিন্দা আব্দুল্লাহ আল হাদি মুন্নাকে অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানানো হয়।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.