সিরাজগঞ্জে বাড়ছে যমুনার পানি
এস.এম.বিপু রায়হান,সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
যমুনা নদীর পানি সিরাজগঞ্জ পয়েন্টে বেড়েই চলেছে। সেই সঙ্গে বাড়ছে নদী ভাঙনের আশংকা।
ভাঙনরোধে নদী তীরবর্তী অঞ্চলগুলো সংস্কারকাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড।
রোববার (১২ জুন) সকালে সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ হার্ড পয়েন্ট এলাকায় যমুনার পানি রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৫৭ মিটার।
যা বিপদ সীমার ১ দশমিক ৭৮ সেন্টিমিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
গত প্রায় ৫ দিন ধরে যমুনায় ধারাবাহিকভাবে পানি বাড়ছে।
এতে এনায়েতপুর ও চৌহালীর নদী তীরবর্তী অঞ্চলে ভাঙনও শুরু হয়েছে। পানি উন্নয়ন বোর্ড এসব ভাঙন ঠেকাতে সংশ্লিষ্ট এলাকায় জিওব্যাগ ডাম্পিং অব্যাহত রেখেছে।
এদিকে পানি বাড়তে থাকায় যমুনার চরাঞ্চলে বন্যা আতংক বিরাজ করছে। এসব এলাকায় পাট, তিল, কাউন, ধান, শাক-সবজি বাগান প্লাবিত আশংকায় দিন কাটাচ্ছে কৃষক।
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম জানান, আগামী তিন-চারদিন পানি বৃদ্ধি অব্যাহত থাকার আশংকা রয়েছে। তবে এখনো বন্যার আশংকা নেই।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.