ইয়াছির আরাফাত বকশীগঞ্জ(জামালপুর) প্রতিনিধিঃ- ইসলামী আন্দোলন বাংলাদেশ সাধুরপাড়া ইউনিয়ন শাখার কার্যলয় শুভ উদ্বোধন হয়েছে। শুক্রবার (০৯ মে) বিকালে জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়ন শাখার কার্যলয় শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বকশীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা শাহজালাল। এসময় সাধুরপাড়া ইউনিয়ন শাখার সভাপতি হাফেজ মোঃ হজ্জাতুল্লাহ সাজু এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতী সাইফুল ইসলাম জামালপুরী, মাও সাইফুল, সাধুরপাড়া ইউপি শাখার সাধারণ সম্পাদক মাও শেখ ফরিদ, উপজেলা শাখার সহ সম্পাদক মোহাম্মদ আলী, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান, দপ্তর সম্পাদক মাও মামুনুর রশীদ, নিলক্ষিয়া ইউপি শাখার সভাপতি হাফেজ আবু সায়েম খন্দকার, প্রচার এ প্রকাশনা সম্পাদক রাকিবুল হাসান শিবলু,শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক হাফেজ ওমর ফারুক, সাধুরপাড়া ইউপি শাখার প্রচার সম্পাদক হাফেজ ইসমাইল শেখ, যুব আন্দোলন বকশীগঞ্জ শাখার মুফতী হাবিবুর রহমান, বাইতুল মাল সম্পাদক মাওলানা শামীম সহ সাধুরপাড়া ইউনিয়ন ও ওয়ার্ড শাখার সকল সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেন, ইসলামি হুকুমত বাস্তবায়ন ছাড়া দেশে শান্তি আসবে না। তাই পীর সাহেব চরমোনাই এর নেতৃত্বে বাংলাদেশে ইসলামী হুকুমত বাস্তবায়ন করবো। এ জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। পাড়া মহল্লায়, মসজিদ ভিত্তিক প্রতিটি এলাকায় ইসলামী আন্দোলনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিতে হবে। মানুষকে ইসলামের দাওতা দিয়ে ইসলামী আন্দোলনের যোগদানে উদ্বুদ্ধ করতে হবে।
প্রকাশক মোঃ রবিউল ইসলাম।
সম্পাদক : মোঃ নাইবুর রহমান [এলএল.বি (অনার্স), এলএল.এম
(ইউডা)] । বার্তা সম্পাদক : মোঃ জাকিরুল
ইসলাম [এম.এ(ইংলিশ), বি আই ইউ। বি.এড (টি টি সি)] অফিস :
২২, পশ্চিম- ধানমন্ডি, শংকর,
ঢাকা -১২০৯, বাংলাদেশ।
ইমেইল নিউজ :editor@alochitokantho.com.bd/ alochitokantho@gmail.com
ভিজিট ওয়েব সাইট : www.alochitokantho.com.bd