ডাস্টবিনে পড়ে থাকা অসহায় বৃদ্ধের পাশে পুলিশ সদস্য জীবন মাহমুদ
মোঃ নুর নবী বোরহানউদ্দিন প্রতিনিধি।
জীবন মাহমুদ জানান -গতকাল রাত ১১ টায় প্রতিদিনের ন্যায় বরিশাল লঞ্চ ঘাটে যাই,গিয়ে দেখি
বৃদ্ধ চাচা লঞ্চ ঘাটের নালায় পড়ে আছেন। এবং গায়ে মাছি বন বন করতেছিলো, দেখার সাথে সাথেই
আশে পাশে সবার সহযোগিতায় বৃদ্ধ চাচাকে
লাঞ্চ ঘাটের টার্মিনালে নিয়ে যাই,
এরপর চাচার শরীর পরিষ্কার করে রাতের খাবার খাওয়ানোর পর
চাচার পায়ে পচন ধরা জায়গায় ড্রেসিং করে
লঞ্চ ঘাটে থাকা ইভার দায়িত্বে রেখে আসি এবং আমার ফেসবুক আইডি পেজে চাচার পরিচয় জানতে চেয়ে সবার সহযোগিতা চাই, দুপুরে গিয়ে চাচাকে খাবার ও ঔষধ খাওয়ানোর পর তিনি সুস্থতা অনুভব করেন, এবং তখন ফোন করে এক ভাই জানান বৃদ্ধ চাচা তার বাবা,পরিচয় নিশ্চিত করার পর তার ছেলেকে দ্রুত বরিশাল আসতে বলি...বৃদ্ধ চাচার ছেলে বরিশাল এসে তার বাবা কে নিয়ে যান।
বাবা কে ফিরে পাওয়া সম্পর্কে বৃদ্ধের ছেলে জানান
আমার বাবা বয়স হওয়ার কারনে এবং অসুস্থ থাকায়
কাউকে কিছু না বলে ৫ দিন আগে বরিশাল চলে আসেন।অনেক জায়গায় খুঁজাখুজি করে পাননি
পুলিশ সদস্য জীবন মাহমুদ এর সহযোগিতায় ফিরে পাওয়ায় তিনি জীবন মাহমুদের প্রতি কৃতজ্ঞতা জানান।
এবং জীবন মাহমুদ এর ভাড়া দেওয়া রিজার্ভ করা স্পীড বোটে ভোলার উদ্দেশ্যে রওয়ানা করেন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.