তাহিরপুরে দ্রব্যমুল্যের উর্ধবগতির প্রতিবাদে বি এনপির বিক্ষোভ মিছিল প্রতিবাদ সভা অনুষ্ঠিত।
তাহিরপুর সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগস্জের তাহিরপুরে দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতি, ব্যবসায়ী সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধ গ্যাস ত্যালের দাম বৃদ্ধির প্রতিবাদে উপজেলা বি এনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ১৩ ই জুন সকাল ১১ টায় উপজেলা বি এনপি কার্যালয় হতে বেড় হয়ে বিক্ষোভ মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে পুর্ব বাজারে প্রতিবাদ সভায় মিলিত হয়।সভায় জেলা বি এনপির সহঃ সভাপতি আবুল কালামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ এক নির্বাচনি এলাকার গনমানুষের নেতা,জেলা বিএনপির সহঃ সভাপতি, কেন্দ্রীয় কৃষক দলের সহঃ সাধারন সম্পাদক সুনামগন্জ জেলা কৃষকদলের বিপ্লবী সভাপতি, তাহিরপুর উপজেলার জননন্দিত সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব আনিসুল হক, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির সহঃ দপ্তর সম্পাদক রাজপথের পরিক্ষিত সৈনিক বি এনপি পরিবারের বিশ্বস্ত হাতিয়ার মেহেদী হাসান উজ্জ্বল, মানবাধীকার সম্পাদক জনাব রাখাব উদ্দিন, উত্তর বড়দল ইউনিয়ন বি এনপির সভাপতি নজরুল শাহ, বালিজুরি ইউনিয়ন বি এনপির সাধারন সম্পাদক জমিলক মিয়া,উত্তর শ্রীপুর ইউনিয়ন বি এনপি সাধারণ সম্পাদক ডাঃসামছুদ্দিন আহমেদ,উপজেলা বি এনপি নেতা সাইদুল কিবরিয়া, বি এনপি নেতা সংগ্রাম মিয়া, উপজেলা কৃষক দল সভাপতি লুৎফুর রহমান,উপজেলা যুবদলের বিপ্লবী আহ্বায়ক এনামুল হক এনাম, যুগ্ম আহ্বায়ক তুজাম্মেল হক নাছরুম,আলী আহমেদ,যুবদল নেতা জাহাঙ্গীর আলম যুবদল নেতা ও সাবেক ছাত্রদল সভাপতি আবুল কালাম,যুবদল নেতা আলমগীর, স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক শাহীন মিয়া সিনিয়র যুগ্ম আহ্বায়ক ডাঃ হাবিবুর রহমান,সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল নেতা সোহাগ, স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুল বারিক, আল আমিন সবুজ মিয়া, উপজেলা ছাত্রদল আহ্বায়ক রাসেল, সদস্য সচিব মুন্না, ছাত্রদল নেতা লিংকন,অভি,সহ বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ। প্রতিবাদ সভায় জনাব আনিসুল হক বলেন দেশ আজ এক ক্রান্তিকাল অতিক্রম করছে, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে, সবকিছু সাধারন নিম্ন আয়ের মানুষের ক্রয়ক্ষতার বাহিরে চলে যাচ্ছে,এভাবে চলতে থাকলে দেশে আরো অস্তিত্বীশিল পরিবেশ তৈরি হবে।দ্রব্যমুল্য নিয়ন্ত্রণ করতে সরকারকে হুশিয়ারী উচ্চারন করে বলেন সিন্ডিকেট বন্ধ করে গ্যাস ত্যাল নিত্যপ্রযোজনীয় জিনিসপত্রের দাম কমিয়ে এনে সাধারন মানুষকে নিঃশ্বাস ফেলতে দেন অন্যথায় পালানোর রাস্তা খোঁজে পাবেন না। তিনি বলেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আজ অসুস্থ দ্রুততার সহিত উনাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাটাতে হবে সকল মিথ্যে মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তি দিতে হবে অন্যথায় জনগন রাজপথে থেকে দুর্বার আন্দোলনের মাধ্যমে এই ফ্যাসিষ্ট সরকারকে উৎখাত করতে হবে,তিনি নেতা কর্মী সমর্থকদের ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন সংগ্রাম করার আহ্বান জানান।জেলা বি এনপির সহঃ দপ্তর সম্পাদক মেহেদী হাসান উজ্জ্বল বলেন, সরকার দ্রব্যমুল্য বৃদ্ধি করে লুটপাট করছে, দ্রব্যমুল্যের উর্ধগতি রোধে সরকার ব্যার্থ হয়েছে, দ্রব্যমুল্যের উর্ধগতি রোধ করতে না পাড়লে অনতি বিলম্বে পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করোন অন্যথায় পরিস্থিতি হবে বয়াবহ,আমাদের প্রিয় নেতা বাংলার ১৮ কোটি মানুষের ভালোবাসা জনাব তারেক রহমান যে আন্দোলন শুরু করেছেন তার মাধ্যমে এই ফ্যাসিবাদি সরকারের পতন ঘটিয়ে দেশে গনতন্ত্র প্রতিষ্টা করবো আমরা, তিনি বলেন প্রিয় নেতার ডাকে সারাদিয়ে সকল দ্বিধা দন্দ ভোলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনের আন্দোলন সংগ্রামে ঝাপিয়ে পড়বো সবাই।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.