খলিলুর রহমান সাতক্ষীরা:
আসন্ন ঈদুল আযহাকে সামনে রেখে পশু লালন পালন আর দাম হাকানো খবর থাকে আলোচনার শীর্ষে। আর সাতক্ষীরার হতদরিদ্র কৃষক আঃ আলিম এর ১৪শ কেজি ওজনের সম্রাট মাঠ কাঁপাতে শুরু করেছে।
সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার চৌগাছা গ্রামের পথহারা কৃষক আঃ আলিম (৩৫) ব্যবসায় লোকসান হয়ে চরম বিপর্যয়ের মুখে পড়েন।সে সময় তাঁর মামা মুক্তিযোদ্ধার সন্তান চঞ্চল তাঁর পাশে দাঁড়িয়ে ফ্রিজিয়ান জাতের একটা গরু ক্রয় করে দেন।৩ বছর লালন পালন শেষে এবার তা বিক্রির জন্য প্রস্তুত করেছেন।
আঃ আলিম জানান,মুক্তিযোদ্ধা পরিবারের অর্থিক সহায়তা এ গরু পালন করে নাম দিয়েছেন সম্রাট।যেহেতু সম্রাটকে অনেক ভালবাসেন।সে জন্য বঙ্গবন্ধুর নামে কুরবানী করতে চেয়েছিলেন। কিন্তুু সম্রাটকে পালতে গিয়ে নিঃস্ব প্রায়। এ জন্য বঙ্গবন্ধু কন্যা শেখ মুজিবর রহমানের কন্যা শেখ হাসিনা সহ বঙ্গবন্ধু প্রেমের মশগুল কোন স্বহৃদয়বান ব্যক্তি সম্রাটকে ক্রয় করে যদি কুরবানী করে তবে কৃষক আলিমের স্বপ্ন পুরুণ হবে। আম,কলা, লেবু সহ প্রাকৃতিক খাবার দিয়ে এ পর্যায়ে আনতে হয়েছে।স্থানীয় হিরো আলম,মনিরুজ্জামন,আঃ রশিদ,হেলা ল উদ্দীন সহ অসংখ্য মানুষ জানিয়েছেন,কঠোর পরিশ্রম করে আজকের সম্রাট তৈরি হয়েছে।তাঁকে আজ ১৩ ই জুন প্রথমবারের মত সম্রাটকে গোয়ালঘর কেটে বাহিরে বের করতে হয়েছে।তাঁর দাম ৩৫-৪০ লক্ষ টাকা দাম হাঁকিয়ে বাজার দখল করেছে আঃ আলিম। যোগাযোগ ০১৭১২৬৬২০২০।গরুটির চিকিৎসা প্রদানকারী ডাঃ আঃ রকিব জানিয়েছেন,নিয়মিত স্বাস্থ্য পরিক্ষা সহ চাহিদা অনুপাতে খাবার পরিবেশন করায় গরুটি অনেক বড় ও সুন্দর হয়েছে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.