মোংলা প্রতিনিধিঃ
বাগেরহাটের রামপালে লবনাক্ত পানি থেকে পানযোগ্য সুপেয় পানি উৎপাদনকারী “লবনাক্ততা দূরীকরণ (আরও) প্লান্টের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জুন) দুপুরে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপ-মন্ত্রী হাবিবুন নাহার এমপি রামপাল উপজেলার দক্ষিন মল্লিকের বেড় এলাকায় এই প্লান্টের উদ্বোধন করেন। এসময়, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী জয়ন্ত মল্লিক, রামপাল উপজেলা পরিষেদের চেয়ারম্যান শেখ মোয়াজ্জেম হোসেন, উপ-মন্ত্রী হাবিবুন নাহার এমপি‘র ব্যক্তিগত সহকারি রেদওয়ান মারুফসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। পরে দক্ষিন মল্লিকের বেড় কমিউনিটি ক্লিনিকের উদ্বোধন করেন উপ-মন্ত্রী হাবিবুন নাহার।
প্রত্যন্ত গ্রামে এ ধরণের পানির প্লান্ট এবং কমিউনিটি ক্লিনিক হওয়ায় খুশি স্থানীয়রা। স্থানীয় মেহেদী হাসান বলেন, দক্ষিন সন্যাসী ও দক্ষিন মল্লিকের বেড় গ্রাম দুটি দীর্ঘদিন ধরে অবহেলিত। এই গ্রামে সুপেয় পানি ও স্বাস্থ্য সেবার কোন ব্যবস্থা ছিল না। গ্রামের চারদিকে প্রচুর পানি থাকলেও, আমাদের খাবার পানিও ছিল না। আজ পানির প্লান্ট ও ক্লিনিক উদ্বোধন করা হল। সরকার ও উপ-মন্ত্রীর এমন উদ্যোগে আমরা খুশি।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপ-মন্ত্রী হাবিবুন নাহার বলেন, অবহেলিত এই জনপদের মানুষের জন্য আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। স্বাধীনতার স্বপক্ষের শক্তি বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর রামপালের ব্যাপক উন্নয়ন হয়েছে। এলাকার মানুষ এখন শান্তিতে রয়েছে। আজ উদ্বোধন করা প্লান্ট ও কমিউনিটি ক্লিনিক এই এলাকার মানুষের সুস্বাস্থ্য রক্ষায় ভূমিকা রাখবে বলে উল্লেখ করেন তিনি।
জনস্বাস্থ্য প্রকৌশ অধিদপ্তরের বাস্তবায়নে আরসেনিক ঝুকি নিরসন প্রকল্পের অধীনে ২৮ লক্ষ টাকা ব্যয়ে আরও প্লান্ট নির্মান করা হয়েছে। এই প্লান্ট থেকে প্রতিঘন্টায় ১হাজার ৫০০ লিটার বিশুদ্ধ পানি উৎপাদিত হবে। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ২৮ লক্ষ ১০ হাজার টাকা ব্যয়ে কমিউনিটি ক্লিনিকটি নির্মান করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.