স্ত্রীদের সাথে নিয়ে র্যাংক ব্যাজ পরলেন পদোন্নতি পাওয়া ০৬ পুলিশ কর্মকর্তা
বাংলাদেশর পুলিশের অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তে কর্মরত ০৬ কর্মকর্তা স্ত্রীদের সাথে নিয়ে র্যাংক ব্যাজ পরলেন।র্যাংক ব্যাজ পরিয়েছেন পিবিআই প্রধান, অতিরিক্ত আইজিপি জনাব বনজ কুমার মজুমদার. বিপিএম (বার), পিপিএম মহোদয়।
আজ মঙ্গলবার (১৪ জুন) দুপুরে পিবিআই হেডকোয়ার্টার্সে অুনষ্ঠিত র্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠানে অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদে সদ্য পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের র্যাংক ব্যাজ পরিয়ে দেন তিনি। পাশে ছিলেন কর্মকর্তাদের সহধর্মিনী। এ সময় পিবিআই প্রাধানের সহধর্মিনী ডাঃ জয়া মল্লিক পাশে উপস্থিত থেকে মহোদয়কে পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তাদের র্যাংক ব্যাজ পরাতে সাহায্য করেন।
অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত ০৪ জন কর্মকর্তারা হলেন-জনাব মোঃ হুমায়ূন কবীর, জনাব মোঃ ইকবাল, জনাব মোঃ আতিকুর রহমান মিয়া, পিপিএম, জনাব মোঃ মাহফুজুর রহমান। পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত ০২ জন কর্মকর্তা হলেন-জনাব মীর মোঃ শাফিন মাহমুদ, জনাব মহিউদ্দিন মাহমুদ সোহেল।
এ সময় কর্মকর্তাগণের সহধর্মিনীগণ উপস্থিত থেকে আজকের এই র্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠানকে আরোও প্রাণবন্ত করে তোলেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব মোঃ গোলাম রউফ খান পিপিএম (বার), জনাব মোঃ সায়েদুর রহমান, অতিরিক্ত ডিআইজি (পূর্বাঞ্চল), জনাব মোঃ মোস্তফা কামাল, বিশেষ পুলিশ সুপার, পিবিআই ঢাকা বিভাগ, জনাব মোঃ আহসান হাবীব পলাশ, বিশেষ পুলিশ সুপার, পিবিআই এসআইএন্ডও, জনাব মোঃ ইকবাল (অতিরিক্ত ডিআইজি পদের পদোন্নতি প্রাপ্ত), জনাব কাজী আখতার উল আলম, পুলিশ সুপার (লজিস্টিকস), জনাব মোহাম্মদ ওসমান গণী, পিপিএম, অতিরিক্ত, পুলিশ সুপার, সিআরও (পূর্বাঞ্চল) মহোদয়গণ।
পদোন্নতিপ্রাপ্তদের উদ্দেশে অতিরিক্ত আইজিপি, পিবিআই মহোদয় বলেন, “বাংলাদেশ পুলিশে এই বারই প্রথম র্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠানে পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তাদের সাথে তাদের সহধর্মিনীগণ উপস্থিতর থাকার প্রথা চালু হয়েছে।
উল্লেখ্য যে, পিবিআই প্রধান, অতিরিক্ত আইজিপি জনাব বনজ কুমার মজুমদার. বিপিএম (বার), পিপিএম সর্বপ্রথম তাঁর সহধর্মিনী ডাঃ জয়া মল্লিক কে পাশে নিয়ে মাননীয় আইজিপি জনাব ডাঃ বেনজীর আহমেদ বিপিএম (বার) মহোদয়ের কাছে অতিরিক্ত আইজিপির র্যাংক ব্যাজ পরিধান করেন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.