সুনামগঞ্জ প্রতিনিধিঃ
তাহিরপুরে কয়েক দিন যাবত অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে নিম্নাঞ্চলে বন্যা দেখা দিয়েছে। বন্যায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রাঙ্গণ, হাট বাজার ও গ্রামীণ রাস্তা ঘাট ডুবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। একদিকে বৃষ্টি বাতাস অপরদিকে ঢেউয়ে উপজেলা সদরের দক্ষিণ শ্রীপুর,তাহিরপুর সদর, উত্তর শ্রীপুর দঃ বড়দল, বালিজুরি, ইউনিয়নের নিম্নাঞ্চলের গ্রাম গুলো হুমকির মুখে রযেছে,গ্রামের চারদিকে পানি থইথই করছে, ঘড় থেকে মানুষ বেড় হতে পারছেনা,আবার কেউ কেউ বেড় হলে ঘড় থেকেই নৌকা যোগে উপজেলা সদরে আসতে হচ্ছে।উপজেলার শতাধিক গ্রামের মানুষ মানবেতর জীবন যাপন করছে, তাহিরপুর সদর হতে জেলা সদরের একমাত্র রাস্তায় কোমর পানি রয়েছে ফলে যান চলাচল বন্ধ রয়েছে,নৌকায় কষ্ট করে জনগন যাতায়াত করছে।
দঃ শ্রীপুর ইউনিয়নের লামাগাও গ্রামের বাসিন্দা জিয়ন ইসলাম আক্ষেপ করে বলেন আমাদের কপালের দুঃখ আর গেল না, এবার আগাম বন্যায় আমাদের ফসল তলিয়ে যায়, ফসল তলিয়ে যাওয়ার সুখ কাঠিয়ে উঠার আগেই সামনে চলে আসল রাক্ষসী বন্যা, একদিকে পেটে নেই ভাত অন্যদিকে হাওরের ঢেউ থেকে বাড়ি রক্ষা করার সংগ্রাম এই দুই নিয়ে বড়ই দুঃশ্চিন্তায দিনাতিপাত করছি, সরকারের কাছে বলবো গ্রামের অসহায মানুষের পাশে এসে সহযোগিতা করুন।
আনন্দ নগর গ্রামের কৃষক ছায়েম আহমেদ বলেন চারদিকে পানি আর পানি ঘরের মধ্যেই দিন কাটছে আমাদের। রাত হলেই অজানা আতঙ্ক, কখন জানি হাওরের ঢেউ এসে ঘর ভেঙ্গে নিয়ে যায়।ঘরের গরু নিয়ে দুশ্চিন্তার শেষ নেই, তাদের খাবার গুলি পানিতে ভেসে যাচ্ছে, দু চোখ দিয়ে দেখা ছাড়া আর কিছু করার নেই।
শ্রীপুর দঃইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব আলী আহমেদ মুরাদ বলেন আমার ইউনিয়নের প্রায় গ্রামই বন্যার পানিতে টইটুম্বুর। তারা অনেকেই মানবেতর জীবন যাপন করছে, অনেক গ্রাম হাওরের ঢেউ ও ঢলের পানিতে ঘর বাড়ি হুমকির মধ্যে রয়েছে,গ্রামের রাস্তাঘাট ডুবে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।সরকারের কাছে দাবি জানাই ক্ষতিগ্রস্ত গ্রামের মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে পাশে দাঁড়াই।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.