এস.এম.বিপু রায়হান,সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের দুটি ইউনিয়নে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ভোট গ্রহন শুরু হয়েছে। উল্লাপাড়া উপজেলার বড়হর ও শাহজাদপুরের সোনাতনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সকাল থেকে বিরতিহীনভাবে শুরু হওয়া ভোট গ্রহন চলবে বিকেল ৪টা পর্যন্ত। সকালে সাড়ে ৮টার দিকে বড়হর ইউনিয়নের অলিপুর স্বতন্ত্র এবতেদায়ি মাদ্রাসা ও বড়হর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে গিয়ে দেখা যায় ভোট সংখ্যা কম। এর মধ্যে বাগড়া বাঁধায় বৃষ্টি। কেন্দ্রের ভিতরে বিশৃঙ্খলা পরিবেশ দেখা যায়। একটি বুথে পোলিং অফিসার ভোটরদের ভোট দিতে দিচ্ছে এমন অভিযোগ করে ভ্যানগাড়ী মার্কা মেম্বর প্রার্থী সাইফুল ইসলাম নানা অভিযোগ করেন। ঐ বুথে দায়িত্বে থাকা পোলিং অফিসার আব্দুস সালাম জানান, ভোটারদের সহযোগীতা করতে বুথে প্রবেশ করি। আমার কোন এছাড়া বেলা বাড়ার সাথে সাথে ভোটারের উপস্থিতি বাড়তে থাকে। বিচ্ছিন্ন অভিযোগ ছাড়া এখন পর্যন্ত সুষ্ঠভাবেই ভোট চলছে। তবে, ইভিএম মেশিনে ভোট দিতে অনেকেই সমস্যায় পড়ছেন জাতীয় পরিচয় পত্র না আনায় ভোট নিতে দেরী হচ্ছে। অভিযুক্ত পোলিং অফিসারের বিষয়ে কমিশনকে অবহিত করা হবে বলে জানান, প্রিজাইডিং অফিসার।
বড়হর ইউনিয়নে ৩০ ৮’শ ৬১ জন পুরুষ ও নারী ভোটার ১২টি ভোট কেন্দ্রের ৯৬টি বুথে ও সোনাতনী ইউনিয়নে ১৮ হাজার ৪’শ ৫১ জন ভোটার ১৩ ভোট কেন্দ্রের ৬২টি বুথে ভোট দিবেন। বড়হর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪, মেম্বর ৪০ ও সংরক্ষিত ১৫ জন এবং সোনাতনী ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬, মেম্বর ৩২ ও সংরক্ষিত সদস্য পদে ১১ জন প্রার্থী প্রতিদ্ব›দ্বীতা করছেন। এছাড়াও কামারখন্দ থানার জামতৈল ইউনিয়নের স্থগিত হওয়া একটি ওয়ার্ডে নির্বাচন হচ্ছে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.