এইচ এম শহিদ,বাঁশখালীঃ
চট্টগ্রাম জেলা বাঁশখালী উপজেলার ১৩ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চলছে ভোটগ্রহণ। বুধবার (১৫ জুন) সকাল থেকে ইভিএমে শুরু হওয়া ভোট ঘিরে চলছে ব্যাপক উৎসাহ মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।
তীব্র গরমকে উপেক্ষা করে সকাল থেকেই ভোটাররা উপস্থিত কেন্দ্রে। কেন্দ্রের আশেপাশে প্রার্থী, প্রার্থীর কর্মী সমর্থদের ভিড়।
উপজেলার বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে, শান্তিপূর্ণভাবে চলছে ভোটগ্রহণ। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। তবে পুরুষ ভোটারদের তুলনায় কেন্দ্রে নারী ভোটারদের উপস্থিতি বেশি দেখা গেছে।
এক নারী ভোটার বলেন, জীবনে প্রথম ভোট দিয়েছি, তাও আবার ইভিএমে। ইভিএমে দুই মিনিটের মধ্যে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।
দুপুর দেড়টার দিকে দক্ষিণ বরুমছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিজাইডিং অফিসার মঈনউদ্দীন আহমেদ বলেন, কেন্দ্রে নারী ও পুরুষ উপস্থিত যথেষ্ট রয়েছে। আমাদের কেন্দ্রতে দুপুর একটা পর্যন্ত নারী বুথে ভোটগ্রহণ পুরুষের চেয়ে বেশি হয়েছে।
কালীপুর ইউনিয়নে দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেইটের মো. ওমর ফারুক বলেন, ইউপি নির্বাচনে ভোটার উপস্থিত বেশ ভালো। নয়টি ওয়ার্ডে পুরুষের চেয়ে নারী ভোটার উপস্থিতি বেশি। নারীরা সুন্দরভাবে লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন।
প্রসঙ্গত, বাঁশখালী উপজেলার ১৩ টি ইউনিয়নে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.