মমিনুল হক রাকিবঃ
দ্যা ইনার্জি অ্যাওয়ার্ড ১৮০ টি দেশের ইনার্জি এবং সাস্টেইনেবিলিটি নিয়ে অসাধারণ অবদান রাখা বিভিন্ন উদ্যোগকে পুরষ্কৃত করে। চট্টগ্রামে প্রতিষ্ঠিত ইকোভেশন বাংলাদেশ একটি উদ্ভাবনকেন্দ্রিক সামাজিক প্রতিষ্ঠান। নবায়নযোগ্য জ্বালানি, বিশুদ্ধ পানি এবং রোহিঙ্গা ক্যাম্পে বিদ্যুতায়িত করায় ‘ইকোভেশন বাংলাদেশ’ দ্য ইনার্জি অ্যাওয়ার্ড ২০২২ এ ফাইনালিস্ট নির্বাচিত হয়েছে। আগামী ২৯শে জুন যুক্তরাজ্যের লন্ডনে একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠানের মাধ্যমে পুরষ্কৃত উদ্যোগগুলোর নাম ঘোষণা এবং পুরষ্কার প্রদান করা হবে।
পুরস্কারে ফাইনালিস্ট হওয়ার বিষয়ে ইকোভেশনের প্রতিষ্ঠাতা সানজিদুল আলম বলেন, ‘দ্য ইনার্জি অ্যাওয়ার্ডে ফাইনালিস্ট হতে পেরে চট্টগ্রামের তরুণ হিসেবে আমি বেশ গর্বিত বোধ করছি। এই প্রাপ্তি উৎসর্গ করছি সেসব তরুণ উদ্ভাবকদের যারা উদ্ভাবন দিয়ে দেশের আর্থ-সামাজিক অনেকে সমস্যার সমাধান করছে এবং উন্নয়নে অবদান রাখছে'।
ইকোভেশন বাংলাদেশ কাজ শুরু করে ২০১৫ সালে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা, সুনির্দিষ্টভাবে এসডিজি ৭, এসডিজি ৯, এসডিজি ১১ ও এসডিজি ১৭ অর্জন করতে কাজ করছে প্রতিষ্ঠানটি। বাংলাদেশের জ্বালানি, দারিদ্র্য সমস্যা সমাধানে যাত্রা শুরু করে ইকোভেশন বাংলাদেশ এবং পরবর্তীতে অন্যান্য উদ্ভাবনী উদ্যোগেও উদ্যোগী হয়। সম্পূর্ণ বিনামূল্যে স্বেচ্ছাসেবীদের তৈরি সোলার ল্যাম্প এবং স্ট্রিটলাইট দিয়ে এখন পর্যন্ত ৯০,০০০ মানুষের জীবন আলোকিত করেছে ইকোভেশন বাংলাদেশ।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.