হেলালী খাতুন দিপা,(রাজশাহী)
সরাদেশের ন্যায় রাজশাহীর গোদাগাড়ীতে ষষ্ঠ জনশুমারি ও গৃহগণণা কাজের শুভ উদ্বোধন করা হয়। ১৫জুন২০২২) বুধবার সকাল সাড়ে নয়টার সময়,গোদাগাড়ী উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ জানে আলম, রাজশাহীর গোদাগাড়ীতে, তার নিজ বাসভবনে তথ্য পূরণের মাধ্যমে ষষ্ঠ জনশুমারি ও গৃহগণণার কাজের শুভ উদ্বোধ করেন, এইসময় উপস্থিত ছিলেন গোদাগাড়ী পৌর জোনাল অফিসার, শ্রী মিন্টু কুমার মন্ডল, উপস্থিত ছিলেন গোদাগাড়ী পৌর জোনের আইটি সুপারভাইজার, মোঃ ইসহাক, সুপারভাইজার মোঃ আশিকুর রহমান,গণণাকর্মী মোসাঃ শারমিন সুলতানা ।
এইসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা, মোঃ জানে আলম বলেন, এইবার ষষ্ঠ জনশুমারি ও গৃহগণণা কাজ ডিজিটাল পদ্ধতিতে গণণা করা হচ্ছে। জনশুমারীর কার্যক্রম শুরুর পূর্বে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, মসজিদ মাদ্রাসা, মন্দির, গির্জা সহ, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে তথ্য দিয়ে সহায়তার জন্য বলা হয়েছে।
এছাড়াও সকল গননাকর্মী যেনো সঠিকভাবে তথ্য সংগ্রহ করেন, সেই দিকে লক্ষ্য রাখতে অনুরোধ করেন তিনি।
দেশব্যাপী একযোগে কাঙ্ক্ষিত জনশুমারির তথ্য সংগ্রহ করা হবে, সাতদিনব্যপী, অর্থাৎ ১৫ থেকে ২১ জুন।
সরকার ঘোষিত ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে এবং যুগের সঙ্গে তাল মিলিয়ে, নির্ভুল ও বিশ্বমানের পরিসংখ্যান প্রণয়নের লৌক্ষ্যে প্রথম বারের মত, দেশে ‘ডিজিটাল জনশুমারি’ পরিচালনা হতে যাচ্ছে। এ জনশুমারিতে জিআইএস (জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম) ভিত্তিক ডিজিটাল ম্যাপ ব্যবহার করে, ডিজিটাল ডিভাইস ‘ট্যাবলেট’র মাধ্যমে, একযোগে দেশের সব খানা ও গৃহের তথ্য সংগ্রহ করা হচ্ছে।
পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের অধীন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, ষষ্ঠ এ জনশমারি ও গৃহগণনা কার্যকর্মের বাস্তবায়ন করবে।
ডিজিটাল পদ্ধতিতে অনুষ্ঠিতব্য ষষ্ঠ ‘জনশুমারি ও গৃহগণনা-২০২২’ সুসম্পন্ন হলে, এর রিপোর্ট স্বল্পতম সময়ে প্রকাশ করা সম্ভব হবে বলেও আশা করছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.