নরসিংদী প্রতিনিধিঃ নরসিংদীর শিবপুরে প্রতারক চক্রের ৬ সদস্যকে আটক করেছে শিবপুর থানা পুলিশ। শিবপুর মডেল থানার মাছিপুর ইউনিয়নের ধানুয়া গ্রামে সরকারি অনুমোদনবিহীন ভুয়া বাণিজ্যিক নাম ব্যবহার করে লটারি-কূপণ ও নিম্নমানের বিভিন্ন পণ্য সরবরাহের মাধ্যমে প্রতারণা করে অর্থ আত্মসাৎ করে আসছে এমন অভিযোগ করেন যাদব চন্দ্র নামের একজন শিবপুর থানা পুলিশের কাছে। যাদব চন্দ্রের অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বাশ-বাড়িয়ার আমিনুর রহমানের ছেলে পারভেজ (২২) ফারুক মুন্সীর ছেলে রাকিবুল হাসান, রিপন মুন্সীর ছেলে হৃদয়, মকসুদপুরের লৌহচোরার আয়নাল মৃধার ছেলে লিটন, চাদপুর থানার ছোবহানপুরের বেলাল আহমেদ এর ছেলে রাসেলকে গ্রেফতার করা হয়। তাদের সাথে থাকা প্রতারণার নানান ধরণের সামগ্রী উদ্ধার করা হয়। এ বিষয়ে শিবপুর মডেল থানার একটি মামলা করা হয়। মামলার নাম্বার ১১(০৫)২৫ ধারা ৪২০/৪৮৩/৪০৬ যা পেনাল কোড রুজু করা হয়।
প্রকাশক মোঃ রবিউল ইসলাম।
সম্পাদক : মোঃ নাইবুর রহমান [এলএল.বি (অনার্স), এলএল.এম
(ইউডা)] । বার্তা সম্পাদক : মোঃ জাকিরুল
ইসলাম [এম.এ(ইংলিশ), বি আই ইউ। বি.এড (টি টি সি)] অফিস :
২২, পশ্চিম- ধানমন্ডি, শংকর,
ঢাকা -১২০৯, বাংলাদেশ।
ইমেইল নিউজ :editor@alochitokantho.com.bd/ alochitokantho@gmail.com
ভিজিট ওয়েব সাইট : www.alochitokantho.com.bd