মমিনুল হক রাকিবঃ
বণিক, একটি মোবাইল অ্যাপ যা ক্ষুদ্র উদ্যোক্তাদের নিজস্ব ই-কমার্স ওয়েবসাইট স্মার্টফোন থেকেই কয়েক মিনিটের মধ্যে তৈরী করতে সক্ষম। সম্প্রতি বিশিষ্ট এঞ্জেল ইনভেস্টর মোহাম্মদ মাজ থেকে প্রায় ৪৭ হাজার ডলারের প্রি-সিড ইনভেস্টমেন্ট পেয়েছে প্রতিষ্ঠানটি। জনাব মাজ স্টীলটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর। গেইজ, লুপ, মার্কোপোলোসহ আরও বেশ কয়েকটি স্টার্টআপে বিনিয়োগ রয়েছে তাঁর।
বণিক প্রতিষ্ঠা করেছেন তরুণ উদ্যোক্তা সালমান শাফি (সিইও) তার দুই সহ-প্রতিষ্ঠাতা জোনায়েদ তানজিম (সিওও) এবং আতিকুর রহমান (সিটিও) এর সাথে।
বৈশ্বিক অতিমারী কোভিড-১৯ এর ফলে ইন্টারনেট ব্যবহারকারী বেড়েছে বিশ্বব্যাপী, সেইসাথে ভোক্তাদের কেনাকাটার আচরণে পরিবর্তন এসেছে ব্যাপক হারে যার ফলে মানুষ এখন অনলাইনে কেনাকাটা করতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করে এবং ডিজিটালাইজেশনের কারণে এসএমই খাতে ই-কমার্স বুমের ফলে বণিক এর মতো প্ল্যাটফর্ম এর প্রয়োজনীয়তা ব্যাপক। বাংলাদেশের মতো উদীয়মান অর্থনীতিতে ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য ই-কমার্সকে সহজ করার লক্ষ্যে যাত্রা শুরু করে বণিক। উদ্যোক্তাদের প্রযুক্তিগত পরিচালনার চিন্তা না করে অনলাইনে নিজেদের ব্যবসা প্রতিষ্ঠা করা, চালানো সহজ হয়েছে বণিক এর কল্যাণে।
বিনিয়োগ এর ব্যাপারে জানতে চাইলে বণিকের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা সালমান বলেন, "চট্টগ্রামে এটিই প্রথম স্টার্টআপ বিনিয়োগ। যদিও ঢাকার স্টার্টআপ ইকোসিস্টেম অনেকখানি এগিয়ে গিয়েছে ইতোমধ্যে ৮০ টিরও বেশি স্টার্টআপের দেশি-বিদেশি বিনিয়োগ পাওয়ার মাধ্যমে। আমরা চট্টগ্রামের স্টার্টআপ ইকোসিস্টেমের আরম্ভক হতে পেরে সত্যিই উচ্ছ্বসিত, এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আগামী দিনে এই দৃশ্যপট আরো পরিবর্তন হবে। প্রাপ্ত বিনিয়োগটি বণিক অ্যাপকে আরও কার্যকর ও ভাল ইউজার এক্সপেরিয়েন্স দিয়ে তৈরি করতে এবং সেইসাথে বণিককে পুরো দেশে ছড়িয়ে দিতে বিভিন্ন খাতে দক্ষ কর্মী নিয়োগে বিনিয়োগ করা হবে"।
বণিক একটি সহজে ব্যবহারযোগ্য অ্যাপ যা দিয়ে ফেসবুক, ইন্সটাগ্রাম ভিত্তিক ব্যবসা করতে আগ্রহী উদ্যোক্তারা মাত্র কয়েকটি ক্লিকের মাধ্যমেই নিজেদের ই-কমার্স ওয়েবসাইট বানাতে পারবেন খুবই অল্প খরচে। "বণিকের মূল আইডিয়া হল যেকোনো ক্ষুদ্র উদ্যোক্তাকে স্বাধীনভাবে ও সহজে তাদের অনলাইন ব্যবসা পরিচালনা করতে সাহায্য করা। বর্তমানে ডিজিটাল যুগে অনলাইনে নিজেদের ব্যাপ্তি রাখার বিকল্প নেই। আর অনলাইন ব্যবসার জন্য একটি ওয়েবসাইটের প্রয়োজনীয়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্প্রতি একটি রিপোর্টে এসেছে ৬৭% কাস্টমারদের বিশ্বাস বৃদ্ধি পায় ওয়েবসাইট থাকলে অনলাইনে কেনাকাটার সময়। কিন্তু ক্ষুদ্র ব্যবসায়ীরা ওয়েবসাইট তৈরীতে শুরুতেই প্রায় পঞ্চাশ হাজার টাকা, কখনও কখনও আরও বেশি খরচের কারণে কিংবা পর্যাপ্ত টেকনিক্যাল নলেজের অভাবে নিজেরা ওয়েবসাইট তৈরী ও ম্যানেজ করতে পারেনা। এছাড়া ব্যবসার পর্যাপ্ত মূল্ধনের অভাবে নিজস্ব আইটি টিম করাটাও সম্ভব হয়না এমন ক্ষুদ্র ব্যবসায়ীদের। আর যেহেতু বাংলাদেশে অনলাইন ব্যবসায়ীরা বেশিরভাগ স্মার্টফোনেই আজকাল ব্যবসা পরিচালনা করে, তাই আমরা মোবাইল অ্যাপ থেকেই নিজস্ব একটি ই-কমার্স ওয়েবসাইট তৈরি করতে ও চালাতে বণিকের আইডিয়া নিয়ে এসেছি, যাতে করে উদোক্তারা অনলাইনে নিজেদের ব্যবসার বৃদ্ধি ও বিকাশ করতে পারেন প্রযুক্তিগত ব্যাপারের ঝামেলা না নিয়ে ", বললেন সালমান।
বণিক সম্প্রতি ‘মাইক্রোসফট ফর স্টার্টআপ’ প্রোগ্রামে যোগ দেওয়ার জন্যও নির্বাচিত হয়েছে, যা প্রযুক্তি স্টার্টআপগুলিকে সাপোর্ট দেয়ার জন্য মাইক্রোসফ্টের একটি ফ্ল্যাগশিপ প্রোগ্রাম।
বণিক সম্পর্কে আরো জানতে ভিজিট করুন তাদের ওয়েবসাইটে অথবা অ্যাপ ডাউনলোড করতে নিচের লিঙ্ক ক্লিক করুন -
https://play.google.com/store/apps/details?id=com.bonik.app
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.