বিশেষ প্রতিনিধি:
চুয়াডাঙ্গায় গাঁজা ও অ্যালকোহলসহ দু'জন মাদক ব্যাবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। আজ বুধবার বিকেলে চুয়াডাঙ্গার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃতদেরকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড প্রদান করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামীম ভুইয়া।
সাজাপ্রাপ্তরা হলেন, চুয়াডাঙ্গা পৌর এলাকার সাতগাড়ি দক্ষিণ গোরস্থান পাড়ার মৃত বাবু মিয়ার ছেলে পলাশ (২৪) এবং সদর উপজেলার ডিঙ্গেদহ মানিকদিহি হাটখোলা বাজারের মৃত আসির উদ্দিনের ছেলে আশরাফুল আলী (৫৫)।
ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা গেছে, বুধবার বেলা ৪ টার দিকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামীম ভুইয়ার নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিয়তউল্লাহ, উপপরিদর্শক আকবর হোসেন, সাহারা ইয়াসমিন ও সহকারী উপপরিদর্শক সৈয়দ মনিরুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে চুয়াডাঙ্গা পৌর এলাকার সাতগাড়ি গ্রামের পলাশের বাড়িতে অভিযান চালিয়ে ৫শ' গ্রাম গাঁজাসহ তাকে আটক করা হয়।
একই অভিযানিক টিম বেলা ৫ টার দিকে ডিঙ্গেদহের হাটখোলা বাজারের আশরাফ আলীর বাড়িতে অভিযান চালিয়ে দেড় লিটার অ্যালকোহলসহ তাকে আটক করা হয়। পরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামীম ভুইয়া ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুজনকেই ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ২শ' টাকা করে জরিমানা করেন। সাজাপ্রাপ্তদের জেলা কারাগারে পাঠানো হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারী ছিলেন সোবহান আলী।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.