মোঃ মজিবর রহমান শেখ,
ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় আশ্রয়ন প্রকল্পের ঘর পাইয়ে দেওয়ার নামে একটি চক্র বিভিন্ন মানুষের নিকট টাকা আদায় করছে। বিভিন্ন সুত্রে পাওয়া এমন খবরে পর তদন্তে নেমেছে প্রশাসন।প্রমাণ পেলে ঘর বরাদ্দের নামে টাকা নেওয়া লোকজনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছেন বালিয়াডাঙ্গী উপজেরা নির্বার্হী অফিসার যোবায়ের হোসেন। সম্প্রতি নিজেই বালিয়াডাঙ্গী উপজেলা প্রশাসনের ফেসবুক পেইজে এমন তথ্য জানিয়েছেন।
তিনি লিখেছেন,সম্মানিত বালিয়াডাঙ্গীবাসী,
আসসালামু আলাইকুম। সরকারি বাড়ি/ঘর দেওয়ার নামে সহজ-সরল গরীব মানুষের কাছে টাকা চাওয়া/নেওয়া হচ্ছে মর্মে বিভিন্ন সূত্রে খবর পাওয়া যাচ্ছে।
আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, যত যে ভাবেই আপনাকে/আপনাদেরকে বুঝানো হোক না কেন, আসল সত্যিটা হচ্ছে, সরকারি বাড়ি/ঘর পেতে কোন টাকা নেওয়া হয় না, কোন অফিসেই নেওয়া হয় না।
কেউ বাড়ি/ঘর পাওয়ার যোগ্য হলে, বাড়ি/ঘর বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে আমরাই যাচাই-বাছাই করে নিজে থেকে বাড়ি/ঘর দেওয়ার ব্যবস্থা করব, আপনাদের কারও কাছে যেতে হবে না। যারা টাকার বিনিময়ে বাড়ি/ঘর দিতে চায়, তারা দালাল, টাউট, ভণ্ড ও প্রতারক শ্রেণির লোক, সমাজ ও দেশের শত্রু। কাউকে টাকা তো দিবেনই না, কেউ টাকা চাইলে দয়া করে আমাদের অফিসে অবগত করুন। সচেতন এবং দেশপ্রেমিক শিক্ষিত মানুষদের প্রতি অনুরোধ, আপনারা বাড়ি/ঘর পাওয়ার উপযুক্ত মানুষগুলোকে আগেই এ ব্যাপারে সচেতন করে রাখবেন। সাংবাদিকদেরকে ইউএনও যোবায়ের হোসেন আরও জানিয়েছেন, বর্তমানে বালিয়াডাঙ্গী উপজেলাটিতে সরকারি কোন ঘর বরাদ্দ নেই। ইতিপূর্বে ১০২২টি ঘর নির্মাণ ও হস্তান্তর শেষ হয়েছে। প্রতারক এই চক্রটি থেকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.