লিপন খান, কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জ নিকলী উপজেলার মুক্তিযোদ্ধা মো: চান্দালী মেম্বারকে হত্যা মামলায় আসামী করার প্রতিবাদে মুক্তিযোদ্ধারা মানববন্ধন করেছে।বৃহস্পতিবার
(১৬ জুন) সকাল ১১ টা নিকলী মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে উপজেলার সকল মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা সন্তান ও স্থানীয় লোকজন এক মানববন্ধনে অংশ নেয়। এ মানববন্ধন থেকে বক্তব্য রাখেন,নিকলী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মোজ্জামেল হক আবীর,সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা আবুবকর সিদ্দিক,সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা আহম্মদ আলী, মুক্তিযোদ্ধা এনায়েত হোসেন, নিকলী উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা গোলাম রহমান গোলাপ,বীর মুক্তিযোদ্ধা বাবু সুবাস দাস, নিকলী সদর ইউনিয়নের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সন্তান কারার শাহরিয়ার আহম্মেদ তুলিপ, নিকলীর দামপাড়া ইউনিয়নের মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি শেখ হুমায়ুন, সাধারণ সম্পাদক মোবারক হোসেন প্রমুখ। মানববন্ধন থেকে বক্তারা বলেন,হয়রানি মূলক মিথ্যা মামলা থেকে এ মুক্তিযোদ্ধাকে অব্যাহতি দিতে হবে।উল্লেখ্য কিশোরগঞ্জের নিকলী উপজেলার ষাইটধার গৌরাঙ্গ সাহার পুকুরপাড় গ্রামের আসাব মিয়ার ছেলে তুষার (২৩) চলতি বছরের গত ২৬ মে খুন হয়। এ নিয়ে নিকলী থানায় একটি হত্যা মামলা দায়ের হয়। উক্ত মামলায় একাত্তরের রনাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা চারবারের সাবেক ইউ পি সদস্য মোঃ চান্দালী মেম্বারকে মামলার আসামী করা হয়।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.