তাহিরপুর সুনামগঞ্জ প্রতিনিধিঃ
বছরব্যাপী ফল চাষে, অর্থ পুষ্টি দুই - ই আসে। এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগন্জের তাহিরপুরে জাতীয় ফল মেলা ২০২২ উদ্বোধন করেন তাহিরপুর উপজেলার সুযোগ্য নির্বাহী কর্মকর্তা জনাব রায়হান কবির।১৬ ই জুন সকাল ১১ টায় উপজেলা কৃষি অফিস চত্বরে এ মেলা অনুষ্টিত হয়, জাতীয় ফল মেলা উদ্বোধন কালে উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জনাব হাসান উদ দৌলা, ছিলেন তাহিরপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি রমেন্দ্র ণারায়ন বৈশাখ,প্রেসক্লাব দপ্তর সম্পাদক রোকন উদ্দিন, তাহিরপুর সদর ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান তুজাম্মেল হক নাছরোম সাংবাদিক ও যুবলীগ নেতা আবুল কাশেম, ছাত্রলীগ সাবেক সভাপতি আহসানুজ্জামান শোভন, ইউপি সদস্য জয় রায় সহ বিভিন্ন দাপ্তরিক কর্মকর্তা বৃন্দ।
মেলায় দেশিয় ফলের বাহারে ষ্টলে ছিল, আমলকি,ডালিম, জলপাই, চালতা,পেয়ারা,লটকন,নারিকেল,তাল,সুপারি,কামরাঙ্গ কমলালেবু, সাতকরা,বেল,হরতকি, কলা,নাসপাতি, বিভিন্ন প্রজাতির দেশীয় আম।
তাহিরপুর উপজেলা সুযোগ্য নির্বাহী কর্মকর্তা জনাব রায়হান কবির বলেন, দেশে প্রতিবছর ফলের উৎপাদন বাড়ছে,বাজারে বছরব্যপী মৌসুমি ফলের সরবরাহ জাতীয়ভাবে দৈনন্দীন পুষ্টি চাহিদা পুরন করবে।কৃষকরা পুর্বের তুলনায় এখন ফল চাষে অনেক আগ্রহী ভুমিকা রাখছে।
কৃষি কর্মকর্তা কৃষিবিদ জনাব হাসান উদ দৌলা বলেন,মানুষের চিরাচরিত খাদ্যাভ্যাস বদলে যাচ্ছে, মানুষ ফল শাকসবজি গ্রহনের আগ্রহ বাড়ছে অনেকের মাঝে,আমরা আশা করি ইতিবাচক পরিবর্তন চলমান রাখতে উৎপাদিত ফল সম্পর্কে নতুন প্রজন্মকে ধারনা দিতে জাতীয় ফল মেলা ইতিবাচক ভুমিকা রাখবে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.