নয়ন ঘোষ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
শুক্রবার, ১৭জুন ২০২২ ভাঙা রাস্তায় হাঁটু পানি, দুর্ভোগে চালক- যাত্রী
আজ সকালে । চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলা ১নং বালিয়াডাঙ্গা ইউনিয়নের নশিপুর ঘোষপাড়া টু
বারঘরিয়া রামজানপুর এ দিকে কল্যাণপুর বিপাকে পড়ছেন চালক। কারণ একদিকে রাস্তা ভাঙ্গা,অন্য দিকে জমে আছে পানি। ভাঙা রাস্তা পার হতে গিয়ে আটকে যাচ্ছেন গাড়ি। ফলে যাত্রী - চালকের অনেকেই বাধ্য হয়ে হাঁটু সমান পানিতে নেমে ঠেলছেন গাড়ি। এ রাস্তায় পার হতে গিয়ে বিশেষ করে মোটরসাইকেল ও রিকশা চালকদের বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে।
খানাখন্দে ভরা রাস্তা, জলাবদ্ধতার কারণে সকাল থেকেই দুর্ভোগে পড়ছেন নশিপুর ঘোষপাড়ার, রামজানপুর কল্যাণপুর চকঝগুড়ু, বারঘরিয়া যাত্রী, পথচারী, সাধারণ মানুষ গাড়ি চালকরা।
ক্ষোভ প্রকাশ করে এই চালক বলেন, এত দিন ধরে রাস্তা ঠিক করেনি ঝুঁকি নিয়ে পানি পার হতে হচ্ছে।, কোন ভাবে গাড়ি উল্টে গেলে শুধু আমি না অনেক যাত্রী দুর্ঘটনার শিকার হবেন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.