নাটোর প্রতিনিধিঃ
নাটোরের করোটা গ্রামবাসীর গণপিটুনীতে আহত মোঃ হাসেম আলী (৪০) নামে চোর সিন্ডিকেটের এক সদস্যের মৃত্যু হয়েছে। অপর চোর সদস্য আব্দুল হান্নানের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।
শুক্রবার (১৭ জুন) দুপুর দুইটার দিকে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এরআগে বৃহস্পতিবার (১৬ জুন) দিনগত রাতে করোটা গ্রামে জনৈক আবু হানিফের বাড়িতে চুরি করতে এসে গণপিটুনীর শিকার হয় হাসেম আলী ও আব্দুল হান্নান। এতে তারা আহত হয়ে পড়লে তাৎক্ষনিক ভাবে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। হাসেম আলী ও আব্দুল হান্নান সদর উপজেলার গুনাড়ী গ্রামের বাসিন্দা।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নছিম আহমেদ জানান, গত রাতে তারা করোটা গ্রামের জনৈক আবু হানিফের বাড়িতে চুরি করার উদ্দেশ্যে প্রবেশ করে। এসময় বাড়ির লোকজন চোর চোর বলে চিৎকার দিলে প্রতিবেশি এগিয়ে আসে। এ অবস্থায় চোরের দল পালিয়ে যাওয়ার চেষ্টা করলে গ্রামবাসী ধাওয়া কওে এবং চোর সদস্য হাসেম আলী ও আব্দুল হান্নানকে ধরে ফেলে। এসময় জিজ্ঞাসাবাদ করলে তারা চুরি করতে আসার কথা স্বীকার করে। এসময় উত্তেজিত গ্রামবাসী তাদের গণপিটুনী দিলে আহত হয়ে পড়েন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত ডাকাত সদস্য হাসেম আলী ও আব্দুল হান্নানকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে হাসেম আলী মারা যায়। আহত আব্দুল হান্নানের অবস্থাও আশংকাজনক হওয়ায় তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মৃত হাসেমের মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.