নাটোর প্রতিনিধিঃ
নাটোর-২ (সদর ও নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজস্ব অর্থায়নের পদ্মা সেতু নির্মাণ করে বিশ্বকে তাক লাগিয়েছেন। পদ্মা সেতুকে ঘিরে দেশবাসীসহ সারা বিশ্ব তাকিয়ে আছে।
আগামী ২৫ জুন উদ্বোধনের মধ্য দিয়ে দক্ষিণাঞ্চলের মানুষের দীর্ঘ দিনের স্বপ্ন পুরণ হবে। অথচ এই পদ্মা সেতুকে নিয়ে গভীর ষড়যন্ত্র করেছিল বিএনপি-জামায়াত। কিন্তু তাদের সেই ষড়যন্ত্র ঢোপে টিকেনি। এখন ষড়যন্ত্রকারীরা মুখ থুবড়ে পড়েছে।
শনিবার (১৮ জুন) দুপুর ১২টার সময় নলডাঙ্গা উপজেলার মাধনগর শামছুল ইসলাম (এসআই) উচ্চ বিদ্যালয়ের নির্মাণাধীন নতুন একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মাধনগর শামছুল (এসআই) উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে শিমুল বলেন, বিএনপি-জামায়াত চক্র ও গ্রামীণ ব্যাংকের ডঃ ইউনুস বিশ্বব্যাংকে বুঝিছেলি পদ্মা সেতুতে দুর্নীতি হয়েছে। এ নিয়ে কানাডার আদালতে মামলাও হয়েছিল। কিন্তু সেই মামলায় দুর্নীতি প্রমাণ হয়নি। জননেত্রী শেখ হাসিনা নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মান করে সারা বিশ^কে দেখিয়েছেন বাংলাদেশ সব পারে।
তিনি বলেন, পদ্মা সেতু নির্মানের ফলে দক্ষিণাঞ্চলের ২১ জেলার ৩ কোটি মানুষের কর্মসংস্থান হবে, তারা অর্থনৈতিক ভাবে সাবলম্বি হবেন। দেশে প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় ১০টি মেগা প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। দেশ উন্নয়নে দিকে এগিয়ে যাচ্ছে।
অথচ বিএনপি-জামায়াত সরকার ক্ষমতায় থাকা অবস্থায় বাংলাদেশ বিশ্বর মধ্যে ৫ বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। সেই দুর্নীতি থেকে বাংলাদেশ এখন ঘুড়ে দাঁড়িয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে বাংলাদেশ এখন মধ্যম আয়ের দেশে পরিনত হয়েছে।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকার, জেলা আওয়ামীলীগ সাবেক সহ সভাপতি শামসুল ইসলাম,সাবেক দপ্তর সম্পাদক দিলিপ কুমার দাস, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আব্দুস শুকুর, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আলিম, মাধনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল জব্বার মৃধা, মাধনগর ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক আফজাল হোসেন মৃধা প্রমুখ। এসময় দলীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মাধনগর শামছুল ইসলাম (এসআই) উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আরিফুল ইসলাম জানান, উর্ধমুখী সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের আওতায় ১ কোটি ১ লাখ ৮ হাজার ৬৫৭ টাকা ব্যয়ে মাধনগর শামছুল ইসলাম (এসআই) উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের নির্মাণ কাজ বাস্তবায়ন করে নাটোর জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। এতে দ্বিতীয় তলায় ৪টি ও নিচতলায় ৪টি শ্রেণী কক্ষ নির্মাণ, সেনেটারী, পানি সরবরাহ ও বৈদ্যুতিক করণ কাজ সম্পন্ন করা হয়।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.