মোঃ মজিবর রহমান শেখঃ ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার দেড় কিলোমিটার কাঁচা রাস্তা পাকা করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১৮ জুন শনিবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নের মুন্সি পাড়া গ্রামে সামাজিক সংগঠন আকচা তরুণ শক্তির ব্যানারে এ মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। এতে গ্রামের অন্তত তিন শতাধিক মানুষ অংশগ্রহণ করে। দুর্ভোগ তুলে ধরে মানববন্ধনে আকচা তরুণ শক্তির সভাপতি সুলতান মাহমুদ সৈকত, সহসভাপতি আশরাফুজ্জামান বলেন, দেশে উন্নয়ন হয়েছে। জেলার সীমান্তবর্তী উপজেলা গুলোর রাস্তা পাকা হয়েছে। অথচ আমরা শহর ঘেষা একটি এলাকায় থেকেও এতদিনে পাকা হয়নি। বর্ষায় এখানে রাস্তার যে বেহাল দশা হয় তাতে স্কুল ও কলেজগামী ছাত্র ছাত্রী এবং জনসাধারণ এর চলাচল একেবারে বন্ধ হয়ে যায়।এছাড়াও কোন অগ্নিকান্ডের ঘটনা ঘটলেও ফায়ারসার্ভিস আসতে ব্যহত হবে এলাকায়। রাস্তাটি পাকা করা এখন সময়ের দাবি। এছাড়াও মানববন্ধনে বক্তব্য রাখেন, ছাত্র, শিক্ষক, রাজনীতিক সহ গ্রামের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
মানববন্ধন শেষে আয়োজ করা জানান,১৯ জুন রোববার সপ্তাহের প্রথম কার্যদিবসে সংশ্লিষ্ট সকল দপ্তরে স্মারকলিপি প্রদান করা হবে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.