ফায়সাল মাহমুদঃ শখের গরুর নাম বাগমারার বাঘ, বলা যাই বাগমারার উপজেলার মধ্যে সব চেয়ে বড় গরু এটি।
রাজশাহী বাগমারা উপজেলার হামিরকুৎসা ইউনিয়ন পশ্চিম তালঘরিয়া গ্রামের আশরাফুল ইসলাম ও স্ত্রী শাহিনুর বিবির নিজ হাতে পালন বাগমারা'র বাঘ এই গরুটি। দেখতে টকটকে লাল গায়ের রং। দীর্ঘ ৪ বছর ধরে লালনপালন করে সামনে কুরবানিতে বিক্রয়ের পরিকল্পনা গ্রহণ করেছেন।
গরুটির উচ্ছতা কম হলেও সেটি দেহের গঠন তুলনামূলক অনেক বেশি, গরুর বয়স ৪ বছর ৪ দাঁত, ২০ মণের অধিক মাংসের দেহের অধিকারী গরুটি। প্রতিদিন খাদ্যের মধ্যে আঙ্গুল, আপেল, কলা, খড়, ভাত, উল্লেখযোগ্য খাবার খাওয়ান গরুকে। প্রাকৃতিক ভাবে নিজ বাসায় গাভীর বাচ্চা থেকে বড় হয়েছে গরুটি। গরুর মালিক আশরাফুল ইসলাম বলেন, আমার গরু প্রাকৃতিক ভাবে মোটাতাজা করেছি দৈনন্দিন খাবারে মধ্যে ফলমূলের, পাশাপাশি খড়, তাজা ঘাস, ভাত খাদ্যের মাধ্যমে মোটাতাজাকরণ করেছি। এর জন্য নাম রেখেছি বাগমারার বাঘ, বাগমারার মধ্যে আমার গরু সব চেয়ে বড় ও ওজনে বেশি বলে মনে করি, সামনে কুরবানির মধ্যে আমার গরু বিক্রয় করবো। ১২ লক্ষ টাকা দাম চাই, তারপর আপনারা চাইলে নিজ চোখে দেখে দামদামির মাধ্যমে আমার বাসায় এসে গরু দেখে ক্রয় করতে পারেন। কোন দালাল ছাড়াই।
গরুর মালিক আশরাফুল ইসলাম
01723669176
সাহারুল ইসলাম
01714944293
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.