জাতীয় দলের তারকা ফুটবলার তপু বর্মণ। প্রায় ছয় মাসের বেশি সময় মাঠের বাইরে। এই সময় তার খুব কষ্টের মধ্য দিয়ে গেছে। আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে সংবর্ধনা পাওয়ার পর অনেকটা ফুরফুরে মেজাজে এই ফুটবলার, ‘ইনজুরির পর খেলোয়াড়দের খুব কঠিন সময় যায়। আজ প্রধানমন্ত্রীকে কাছ থেকে দেখলাম এবং ফুটবলের জন্য সংবর্ধনা পেলাম এটা আমাকে মানসিকভাবে দারুণ উদ্দীপ্ত করছে।’
২০২০ সালে মুজিব বর্ষে নেপালের বিপক্ষে সিরিজ জয়ী ফুটবল দলকে সংবর্ধনা দিয়েছেন প্রধানমন্ত্রী। দলের প্রত্যেক ফুটবলার পাঁচ লাখ ও কর্মকর্তারা দুই লাখ করে অর্থ পেয়েছেন। অর্থের অঙ্কের চেয়ে প্রধানমন্ত্রীর আন্তরিকতাকেই অনেক বেশি বড় করে দেখছেন ফুটবলাররা, ‘করোনাকালীন সময়ে অনেক প্রতিবন্ধকতা রয়েছে। এর মধ্যেও প্রধানমন্ত্রী আমাদের ডেকে সম্মানিত করেছেন। স্বাভাবিক সময় হলে হয়তো আমরা ছবি তুলতে পারতাম এবং কুশলাদি বিনিময় হতো। প্রধানমন্ত্রী আমাদের দাওয়াত দিয়েছেন সামনে আবার ভালো কিছু অর্জন করে পুনরায় প্রধানমন্ত্রী কাছে যাওয়ার আশা রাখি।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.