তাহিরপুর সুনামগঞ্জ প্রতিনিধিঃ পানির অপর নাম ‘জীবন’, অথচ সেই পানিই আজ কাল হয়ে দাঁড়িয়েছে সুনামগন্জের হাওর অঞ্চলের মানুষের জন্য। টানা বর্ষণ আর পাহাড়ি ঢলে পানিবন্দি জীবনে সংকটাপন্ন প্রহর গুনছে তারা। ভয়াবহ বন্যার শিকার লোকজন আশ্রয় কেন্দ্রে গিয়েও অনেকের জায়গা হচ্ছেন না।
অতীত ইতিহাসে বন্যার এমন ভয়াবহ রূপ এর আগে কখনো দেখেনি হাওরবাসী। আকস্মিক বন্যা বৃদ্ধিতে অবাক হয়েছেন সকল শ্রেনী পেশার মানুষ
বন্যাপ্লাবিত অঞ্চলগুলোর মধ্যে জেলার সীমান্তবর্তী তাহিরপুর উপজেলা অন্যতম। এ জনপদের সাতটি ইউনিয়নের প্রায় লক্ষাধিক মানুষ আজ পানিবন্দি। বাজারঘাট সহ বিভিন্ন রাস্তা পানিতে তলিয়ে যাওয়ায় চরম খাদ্যাভাব ও বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে।
এমন নাজুক পরিস্থিতিতে শুরু থেকেই অসহায়দের পাশে দাঁড়িয়েছেন তাহিরপুর উপজেলার শ্রীপুর দঃ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব আলী আহমেদ মুরাদ।
পানি ভেঙে বিভিন্ন শিবিরে শিবিরে এবং মানুষের বাড়ি বাড়ি গিয়ে বিতরণ করছেন রান্না করা খিচুরি ও প্রয়োজনীয় ত্রান সামগ্রী। তার এমন মানবিক সেবা নজর কেড়েছে ইউনিয়ন বাসীর। দেখা যায় নৌকা নিয়ে বিভিন্ন গ্রামে ও শিবিরে ঘুরে ঘুরে সেবা দিয়ে যাচ্ছেন এই মানবিক চেয়ারম্যান।
অনেকের বাড়িতে নৌকা ঢুকছে না, খাবারের আশায় অপেক্ষার প্রহড় গুনছে মানুষ- জনগণের দুর্ভোগ দেখে নিজেকে ধরে রাখতে পারেননি মুরাদ নেমে গেলেন পানিতে কাঁধে করে খাদ্য নিয়ে ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন।
দঃ শ্রীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব আলী আহমেদ মুরাদ বলেন, বন্যায় প্লাবিত আমার ইউনিয়ন বাসী আজ ভালো নেই। পানিবন্দি মানুষজন না খেয়ে দিন পার করছে। শিবিরে শিবিরে তারা আজ কষ্টে দিন কাটাচ্ছে, আমি আমার সাদ্যমত তাদের কষ্ট লাঘবের জন্য আপ্রান চেষ্টা করে যাবো। আল্লাহ সবাইকে হেফাজত করুন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.