মোঃ পারভেজ খান মোংলা প্রতিনিধিঃ পদ্মা সেতু উদ্বোধনে অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়বে দেশের সবকটি বন্দর এলাকার। দেশের চলমান উন্নয়ন প্রকল্পের সাথে তাল মিলিয়ে দেশের প্রথম শ্রেণীর পৌরসভা মোংলা তাদের উন্নয়ন পরিকল্পনা তৈরি করেছে। সে লক্ষ্যে ই
মোংলা পোর্ট পৌরসভায় ২০২২-২০২৩ অর্থবছরে সর্বমোট ২০২ কোটি ৬৫ লাখ ৪৬ হাজার ৪০ টাকার বাজেট ঘোষনা করা হয়েছে।
সোমবার (২০ জুন) সকাল ১১ টায় হোটেল টাইগারের মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এ বাজেট ঘোষনা করেন পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান।
এতে মোট আয় ধরা হয়েছে ২০২ কোটি ৬৫ লাখ ৪৬ হাজার ৪০ টাকা এবং ব্যয় ধরা হয়েছে ২০২ কোটি ৬৫ লাখ ৪৬ হাজার ৪০ টাকা।
বাজেট ঘোষনাকালে উপস্থিত ছিলেন পৌর সভার প্রধান নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদারসহ প্রশাসনিক কর্মকর্তা, পৌরসভার কাউন্সিলর, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, পৌরসভার কর্মকর্তা- কর্মচারি,শিক্ষক সাংবাদিক এবং সুশীল সমাজের ব্যক্তিবর্গ।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.