মোঃ সাইফুল ইসলাম আকাশ নিজস্ব প্রতিবেদক,ভোলা টাইমস: ভোলায় ভোলা জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ১২মে সোমবার ভোলা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আজাদ জাহানের সভাপতিত্বে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় বক্তব্য রাখেন ভোলা জেলা পুলিশ সুপার মোঃ শরিফুল হক, ভোলা নৌবাহিনীর কনটিজেন্ট কমান্ডার মোঃ শহিদুল ইসলাম, ভোলা জেলা বিএনপির সাধারণ সম্পাদক রাইসুল আলম,ভোলা জেলা বিজেপির সভাপতি আমিরুল ইসলাম রতন, ভোলা জেলা জামায়েত ইসলামের নায়েবে আমির মাওলানা ফজলুল করিম,ভোলা জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক বাচ্চু মোল্লা, ভোলা জেলা ইসলামী আন্দোলনে উত্তর শাখার সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম,ভোলা সদর উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ হেলাল উদ্দিন,জেলা প্রশাসক কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক বৃন্দ,জেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ,সকল উপজেলা নির্বাহী কর্মকর্তাবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। আলোচনা সভায়,জেলার প্রতিটি উপজেলায় গলদা-বাগদা চিংড়ি নিধন,তজুমদ্দিনের সম্ভবপুর ইউনিয়নে জেলে কার্ড না থাকা সত্ত্বেও চাল বিতরণ,চরফ্যাশনের আসলামপুর ইউনিয়নে ১৫ টাকা কেজি ধরে চাল বিতরণে অনিয়ম,বিভিন্ন ঘাঁটে সিন্ডিকেট করে ৫ টাকার টিকেট ১০ টাকা নেওয়া,কাঁচা বাজার সহ বিভিন্ন পণ্যর জেলার ৭ উপজেলা সরকারি মূল্য তালিকা চাইতে তিনগুণ বেশি খাজনা আদায় করা,দ্রব্যমূলের উর্ধ্বগতি,বিভিন্ন ঔষধ ফার্মেসী ও ডায়াগনস্টিক সেন্টারে লাইসেন্স না থাকা,বাস-সিএনজি বিক্ষোভ জনসাধারণের দুর্ভোগ,রাস্তার ফুটপাত দখল করে বিভিন্ন দোকান বসানো সহ বিভিন্ন বিষয় তুলে ধরা হলে জেলা প্রশাসক প্রতিটি উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাগণকে বিষয়গুলো তদারকি করার নির্দেশ প্রদান করেন,এবং যারা অনিয়ম করবে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা নির্দেশও দেন। পরে জেলা পুলিশ সুপার মোঃ শরিফুল হক উপস্থাপিত বিষয়ে জেলা পুলিশের বিভিন্ন ইউনিটকে কঠোরভাবে বিষয়গুলোর উপরে জোরদার করা নির্দেশ প্রদান করেন।এ সময় তিনি বলেন,অপরাধী যেই হোক ছাড় দেওয়া হবে না,অপরাধীদের বিরুদ্ধে জেলা পুলিশের জিরো টলাইন্স অবস্থান কর্মসূচি চলমান রয়েছে।
প্রকাশক মোঃ রবিউল ইসলাম।
সম্পাদক : মোঃ নাইবুর রহমান [এলএল.বি (অনার্স), এলএল.এম
(ইউডা)] । বার্তা সম্পাদক : মোঃ জাকিরুল
ইসলাম [এম.এ(ইংলিশ), বি আই ইউ। বি.এড (টি টি সি)] অফিস :
২২, পশ্চিম- ধানমন্ডি, শংকর,
ঢাকা -১২০৯, বাংলাদেশ।
ইমেইল নিউজ :editor@alochitokantho.com.bd/ alochitokantho@gmail.com
ভিজিট ওয়েব সাইট : www.alochitokantho.com.bd