সাইফুর রহমান শামীম,কুড়িগ্রাম : কুড়িগ্রামে অসহায় বানভাসিদের মাঝে জরুরি মানবিক খাদ্য সহায়তা পৌঁছে দেয়া হয়েছে। বিন নেটওয়ার্ক ফাউন্ডেশনের অর্থায়নে সহমর্মিতা ফাউন্ডেশন এ কর্মসূচি বাস্তবায়ন করে।
গতকাল কুড়িগ্রাম প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও সহমর্মিতা ফাউন্ডেশন এর উপদেষ্টা খ.ম.আতাউর রহমান বিপ্লবের নেতৃত্বে একদল স্বেচ্ছাসেবী খাদ্য সহায়তা সামগ্রীর প্যাকেট নিয়ে নৌকাযোগে বন্যা কবলিত সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের বানভাসিদের মধ্যে শুকনা খাবার বিতরণ করা হয়।
খাদ্য সহায়তা সামগ্রীর প্রতিটি প্যাকেটে ছিল মুড়ি ১ কেজি,চিঁড়া ১ কেজি, গুড়, হাড়িভাংগা পাকা আম ১ কেজি, বোতলজাত বিশুদ্ধ পানি ২ লিটার, ওরস্যালাইন ২ প্যাকেট,
মোমবাতি ও গ্যাস লাইট দেয়া হয়। এছাড়াও শিশুদের জন্য বিস্কুট বিতরণ করা হয়।
সহমর্মিতা ফাউন্ডেশন এর উপদেষ্টা আতাউর রহমান বিপ্লব জানান, নৌকাযোগে আমরা যাত্রাপুর ইউনিয়নের চরের বন্যা কবলিত শতাধিক অসহায় পরিবারের মাঝে এসব খাদ্য সহায়তা সামগ্রী বিতরণ করা হয়।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.