লিপন খান, কিশোরগঞ্জ প্রতিনিধিঃ কিশোরগঞ্জে র্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প বুধবার (২২ জুন) অভিযান চালিয়ে এক হাজার টাকার ১৮টি জাল নোট ও জাল নোট ব্যবসার কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোনসহ সাইদুর রহমান (৬৩) নামে একজনকে আটক করেছে।সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।জাল নোটসহ আটক হওয়া সাইদুর রহমান জেলার কটিয়াদী উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের দক্ষিণ মুমুরদিয়া গ্রামের মৃত রইস উদ্দিনের ছেলে।র্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মো. শাহরিয়ার মাহমুদ খান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।মেজর মো. শাহরিয়ার মাহমুদ খান জানান আটক কৃত ব্যক্তি একটি জালিয়াত চক্রের সদস্য হিসেবে দীর্ঘদিন যাবৎ জাল নোটের ব্যবসা চালিয়ে আসছে।গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি অপারেশনাল টিম বুধবার (২২ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল এলাকায় অভিযান চালায়।অভিযানে এক হাজার টাকার ১৮টি জাল নোট ও ব্যবসার কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোনসহ জালিয়াত চক্রের সদস্য সাইদুর রহমানকে আটক করা হয়।র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ জাল নোট ক্রয়-বিক্রয় করে আসছিল বলে স্বীকার করে।এ ঘটনায় তার বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.