মোঃ কামাল হোসেন খাঁন মেহরপুর জেলা প্রতিনিধিঃ
মেহেরপুরের মুজিবনগরে বাংলাদেশ আওয়ামীলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালন করা হয়েছে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার সকাল ৯টায় মুজিবনগর উপজেলা আওয়ামীলীগের ব্যানারে উপজেলা আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম তোতা এর নেতৃত্বে মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্স গেট হতে একটি র্যালি বের হয়ে মুজিবনগর মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্সে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতির পাদদেশে গিয়ে শেষ হয়। সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম তোতা, সাধারণ সম্পাদক প্রফেসর আজাদুর রহমান আজাদ, দারিয়াপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তাকিম হক খোকন কমান্ডার, সাধারণ সম্পাদক মইনুল ইসলাম, মোনাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রফা গাইন, বাগোয়ান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান মধু, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান চান্দু, যুব নেতা হাসানুজ্জামান লালটু, বাগোয়ান ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইউনিয়ন পরিষদের সদস্য বাবুল মল্লিক, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি তকলিমা খাতুন, সম্পাদক তহমিনা খাতুন, তাঁতীলীগের আহ্বায়ক আব্দুল খালেক, স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি মতিউর রহমান মতিন সেচ্ছাসেবক লীগ নেতা দোলন, ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ সাকিব,জেলা ছাত্রলীগের সহ সভাপতি শাহওয়ালিউল্লাহ সোহাগসহ আওয়ামীলীগের অংগসংগঠনের নেতাকর্মীবৃন্দ।
পুষ্পস্তবক অর্পণ শেষে শেখ হাসিনা চত্বরে জাতীয় সংগীতের তালে তালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পতাকা উত্তোলন শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৪৯ সালে আওয়ামীলী মুসলিম লীগ দলটি প্রতিষ্ঠা হয়। ১৯৫৪ সালে নির্বাচনে জয়ের পর মুসলিম শব্দটি বাদ দিয়ে আওয়ামীলীগ নাম দেয়া হয়। স্বাধীনতা যুদ্ধে এ দলটির মাধ্যমে আন্দোলনে ঝাপিয়ে পরে মুক্তিকামী বাঙালী জনতা। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের দলকে এগিয়ে নেয়ার জন্য আমাদের সকলে একত্রে হয়ে কাজ করে যেতে হবে। জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের দেশকে এগিয়ে নেয়ার জন্য যে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন তাকে সহযোগিতার করার জন্য আমরা আওয়ামীলীগের পতাকা তলে কাজ করে যাব। স্বপ্নের পদ্মা সেতু হওয়ার ফলে আমাদের মেহেরপুর সহ সমগ্র দক্ষিণাঅঞ্চল ব্যবসায়িক জোন হিসাবে প্রতিষ্ঠা পাবে বলে আমরা আশা করি।
সর্বশেষে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানসহ সকল শহীদদের “আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.