মোঃসোলায়মান হোসাইন সোহান,কাশিমপুর প্রতিনিধিঃ
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে মই বেয়ে পালিয়ে যাওয়া হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার বেলা সাড়ে ১১টায় শরীয়তপুর পদ্মা সেতু দক্ষিণ থানাধীন নাওডোবা মিনাকান্দি চৌরাস্তা এলাকায় সন্দেহভাজন অবস্থায় দেখে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে মুখ ফসকে কারাগার থেকে পালিয়ে আসার বিষয়টি জানায়।
শরীয়তপুর পদ্মা সেতুর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোঃ মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ তাকে আদালতে প্রেরণ করলে আদালত তাকে শরিয়তপুর কারাগারে পাঠানোর নির্দেশ দেন। শরিয়তপুর জেলা কারাগারের জেলার মোঃ দিদারুল আলম (তৎকালীন কাশিমপুর কারাগারের জেলার) আটক কয়েদি আবু বক্কর সিদ্দিককে দেখেই চিনে ফেলেন।
আটক আবু বক্কর সিদ্দিক (৩৭) সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার চন্ডিপুর এলাকার মৃত কেছের আলীর ছেলে। একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী হিসেবে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ বন্দি থাকাবস্থায় ২০২০সালের ৬ আগস্ট মই বেয়ে কারাগার থেকে পালিয়ে গিয়েছিল।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ সূত্র জানায়, ২০২০ সালের কয়েদি পালিয়ে যাওয়ার ঘটনায় একজন জেলারসহ দুইজন কারারক্ষীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.