বানিয়াচং প্রতিনিধিঃ বানিয়াচংয়ে বাসদ ও উদীচীর ত্রাণকার্যে অংশগ্রহণ করেছেন বানিয়াচংয়ের কৃতিসন্তান, অবসরপ্রাপ্ত উপ-সচিব, গবেষক ড. শেখ ফজলে এলাহী বাচ্চু। আজ শুক্রবার চতুর্থ দিনের মতো বাসদ ও উদীচীর পক্ষ থেকে উপজেলা সদরের ১, ২ ও ৪নং ইউনিয়নের পাঁচ শতাধিক বানভাসি পরিবারের মধ্যে রান্না করা খাবার বিতরণ করা হয়। তন্মধ্যে এমনসব পরিবার রয়েছে যেসব পরিবারে ইতিপূর্বে কোনো সরকারি-বেসরকারি ত্রাণ পোঁছেনি। আইডিয়াল কলেজ, তকবাজখানী সরকারি প্রাথমিক বিদ্যালয়, রায়েরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নেয়া বানভাসি পরিবারগুলোসহ রঘু চৌধুরীপাড়া রবিদাস পল্লী ও শরীফখানী এলাকার বিভিন্ন বন্যাকবলিত বিভিন্ন পরিবারের মধ্যে আজ শুক্রবার সংগঠন দু'টির পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়। বাসদ ও উদীচীর নেতাকর্মীদেরকে উৎসাহ দিতে তাদের সাথে ত্রাণকার্যে অংশগ্রহণ করেন বানিয়াচংয়ের কৃতিসন্তান, অবসরপ্রাপ্ত উপ-সচিব, গবেষক ড. শেখ ফজলে এলাহী বাচ্চু। এছাড়া সুশৃঙ্খলাভাবে ত্রাণ বিতরণে সহযোগিতা করেন প্রথমরেখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হরিভক্ত রায়। বিতরণকাজে সম্পৃক্তদের মধ্যে ছিলেন উদীচীর জাতীয় পরিষদ সদস্য ইমদাদুল হোসেন খান, বাসদ হবিগঞ্জ জেলা ফোরামের সদস্য কমরেড তৌহিদুর রহমান পলাশ, উদীচী বানিয়াচং শাখার সভাপতি রিপন চন্দ্র দাশ, সহ-সভাপতি সমাপ্তি রায়, সাধারণ সম্পাদক রিতেষ কুমার বৈষ্ণব, সাবেক সভাপতি স্বপ্না রায়, সিনিয়র সদস্য অনিতা রায়, সম্পাদক মন্ডলীর সদস্য শিক্ষক রুবিনা আক্তার রুবি, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বানিয়াচং উপজেলা শাখার আহবায়ক মিনহাজুর রহমান তারেক, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর রহমান, উদীচীর সদস্য অভিজিৎ রায় অভি, শ্রাবস্তী রায় মন্টি, দিপিকা রায়, নয়ন মনি দাস, মৌমিতা রায়, হেনা আক্তার পলি, নাজিরা আক্তার নিলি, টুম্পা আক্তার, জুমারা আক্তার, মার্জিয়া খানম পলি, কবির মিয়া, মুর্শেদ আমীন, মিনহাজ চৌধুরী, ইমদাদুল হক হৃদয়, আরিফুল ইসলাম রিয়াজ, ফাহাদ রহমান বিলাশ প্রমুখ।
বিঃ দ্রঃ বাসদ ও উদীচীর ত্রাণ তহবিলে স্বেচ্ছায় যে কেউ অনুদান দিতে আগ্রহী হলে বাসদ নেতা কমরেড তৌহিদুর রহমান পলাশের নাম্বার ০১৭৩৭০৭৩৭৯৩ (বিকাশ), উদীচী বানিয়াচং শাখার সভাপতি রিপন চন্দ্র দাশের নাম্বার ০১৭২০৫৬১১৩২ (বিকাশ), সাধারণ সম্পাদক রিতেষ কুমার বৈষ্ণবের নাম্বার ০১৭২০৬৯৪২০৯ (বিকাশ) ও সম্পাদক মন্ডলীর সদস্য শিক্ষক রুবিনা আক্তার রুবি'র নাম্বার ০১৭৭৩৬০৭১৭১ (বিকাশ)-এ যোগাযোগ করে দিতে পারেন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.