রেজওয়ানুল ইসলাম রনি,স্টাফ রিপোর্টার:যুক্তরাজ্য সফররত কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও জননন্দিন মেয়র মুজিবুর রহমানকে সংবর্ধনা প্রদান করেছে যুক্তরাজ্যের প্রবাসী বাঙালীরা। বৃহস্পতি বার লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা ৭ টায় বেথনালগ্রীনে অবস্থিত কলিংউড সেন্টারে এ সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের লেবার দলীয় সাবেক স্পীকার খালেস উদ্দিনের সভাপতিত্বে ও কমিউনিটি নেতা যুক্তরাজ্য যুবলীগের যুগ্মসাধারন সম্পাদক জামাল আহমদ খানের সঞ্চালনায় সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন কক্সবাজারের মেয়র মুজিবুর রহমান।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রেটার লন্ডনের এসেম্বি ম্বের ফর সিটি এন্ড ইষ্ট উমেস দেসাই। বক্তব্য রাখেন, টাওয়ার হ্যমেলেটস কাউন্সিলের সাবেক স্পীকার কাউন্সিলর আহবাব হোসেন, বিশিষ্ট সুধীজন ব্যারিস্টার মনির হোসাইন, যুক্তরাজ্য আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কমিউনিটি নেতা আব্দুল আহাদ চৌধুরী, লেবার কাউন্সিলর রেবেকা সুলতানা, মিজান চৌধুরী, হেলাল উদ্দিন, সেলিনা আক্তার জোসনা, আসমা বেগম, কমিউনিটি নেতা ড. আনিসুর রহমান আনিস, সাংবাদিক আহাদ চৌধুরী বাবু প্রমুখ। উপস্থিত সুধী জনেরা এসময় কক্সবাজার সমুদ্র সৈকতে প্রবাসীদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা এবং নিরাপত্তার বিষয়টি তুলে ধরলে, মেয়র মুজিবুর রহমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কক্সবাজারের উন্নয়ন প্রকল্পের কথা তুলে ধরেন। তিনি মাননীয় প্রধানমন্ত্রীর ইচ্ছা অনুযায়ী যুগোপযোগী প্রথম বিশ্বের সমুদ্র নগরী গড়তে বদ্ধ পরিকর এবং তা অনেকটাই দৃশ্যমান বলে উল্লেখ করেন। এছাড়া নব-নির্মিত কক্সবাজার আন্তজার্তিক বিমান বন্দরে প্রবাসীদের বিশেষ সুবিধা দেয়ার বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রী ও বিমান প্রতিমন্ত্রীর কাছে তুলে ধরবেন বলে উল্লেখ করেন। উক্ত সভায় কমি্উনিটির সর্বস্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য এর পূর্বে সকালে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে পৌঁছলে, ২৩ জুন বাংলাদেশ আওয়ামীলীগের ৭৩ তম প্রতিষ্ঠা বাষিকী উপলক্ষ্যে লন্ডনের স্টেপনী গ্রীনে অবস্থতি, বাঙালী জাতির রাখাল রাজা মহান স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে ফুলেল শুভেচ্ছা জানান, কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও মেয়র জননেতা মুজিবুর রহমান। এসময় লন্ডন মহানগর আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক আফসার খান সাদেক মেয়র মুজিবুর রহমান সহ অন্যান্য মেয়রদের তার রচিত ও সম্পাদিত ^ বর্হি:বিশ্বে লন্ডনে প্রথম স্থাপিত বঙ্গবন্ধুর ভাস্কর্য ^ বই উপহার দেন। সাথে ছিলেন, টাওয়ার হ্যামলেস কাউন্সিলের সাবেক স্পীকার খালেস উদ্দিন আহমদ সহ বাংলাদেশ দেশে সফরে যাওয়া ৭ পৌরসভার মেয়র বৃন্দ।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.